• শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৩:৩৮ অপরাহ্ন |

খানসামায় সংখ্যালঘু নির্যাতনের ঘটনায় পররাষ্ট্রমন্ত্রীকে অভিযোগ

Letter for minister 26.05.14খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামায় সুদের অতিরিক্ত টাকা দিতে না পারায় এক সংখ্যা লঘুকে শিকলে বেধে নির্যাতন করেছে সুদ ব্যবসায়ী। মামলার বিষয় থানার নিষ্ক্রিয় ভূমিকায় বিচার চেয়ে পররাষ্ট্রমন্ত্রীকে লিখিত অভিযোগ করেন নির্যাতিত পরিবার।
অভিযোগ মতে, উপজেলার ভেড়ভেড়ী গোয়ালপাড়ার কেরু চন্দ্র ছেলে নিমাই চন্দ্র রায় অভাবের তাড়নায় গত ১১ মাস পূর্বে একই এলাকার মমতাজ আলীর ছেলে বাবলু রহমানের কাছে ৪ হাজার টাকা সুদ শর্তে গ্রহণ করেন। টাকা প্রদানের সময় বাবলুর রহমান ফাকা স্ট্যাম্পে নিমাই চন্দ্র রায়ের সই নিয়ে রাখেন। পরে টাকা গ্রহণের ৭ মাসের মধ্যে আসল সহ ২০ হাজার টাকা প্রদান করেন তিনি। কিন্তু টাকা ফেরতের সময় নিমাই চন্দ্র সইকৃত স্ট্যাম্প না নেয়ায় পরবর্তীতে বাবলু রহমান ওই স্ট্যাম্পের বলে তার কাছে আরও ৫০ হাজার টাকা দাবি করেন। না দিলে তাকে গুমের হুমকি দেয় সুদ ব্যবসায়ী বাবলু রহমান। এতে নিমাই চন্দ্র অহেতুক সুদের টাকা দিতে অপারগতা প্রকাশ করে মৃত্যুর ভয়ে পালিয়ে বেড়ান। অপরদিকে সুযোগ বুঝে বাবলু রহমান গত ২৪ মে রাতে তার দলসহ এসে নিমাই চন্দ্রর স্ত্রীকে মারধর ও বাড়ি ভাংচুর করে নিমাইকে তুলে নিয়ে শিকলে বেধে নির্যাতন করতে থাকে। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে। পরে নিমাই থানায় গেলে থানাপক্ষ মামলার ব্যাপারে নিষ্ক্রিয় ভূমিকা পালন করে। এ ঘটনায় পরদিন নিমাই রায় বিচার চেয়ে পররাষ্ট্রমন্ত্রীর কাছে একটি লিখিত আবেদন করে জেলা প্রশাসক, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান এবং প্রেস কাব বরাবরে অনুলিপি প্রেরণ করেন।
এ ব্যাপারে খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃষ্ণ সরকারের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তাকে আমরা উদ্ধার করেছি। কিন্তু তিনি তো থানায় অভিযোগ করেনি। তিনি অভিযোগ করলে অবশ্যই মুহুর্তের মধ্যে মামলা রেকর্ড করব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ