• শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৬:৫২ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে প্রাথমিকে নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার করায় আটক-৩ নীলফামারীতে গণজাগরণের সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত ফুলবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা কুয়াশা কেটে যাওয়ায় সাড়ে ৬ ঘন্টা পর সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক ঘন কুয়াশার কারনে সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইট উঠানামা ব্যাহত সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পেলেন মসিউর রহমান খানসামা উপজেলায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল পাচ্ছে ২৩ হাজার শিশু প্রধানমন্ত্রী নিজের নির্বাচনী এলাকা যাচ্ছেন আগামীকাল বাংলাদেশ সীড এসোসিয়েশন এর নির্বাহী সদস্য হলেন ডোমারের আনোয়ার হোসেন কাভার্ড ভ্যানে আগুন: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৩

উত্তরপ্রদেশে ট্রেন লাইনচ্যুত, নিহত ৪০

25143_krtআন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশে মালগাড়ির সঙ্গে ধাক্কায় লাইনচ্যুত হয়েছে দিল্লি থেকে গোরখপুরগামী গোরখধাম এক্সপ্রেস। এ ঘটনায় নিহত হয়েছেন কমপক্ষে ৪০ জন। নিহতের সংখ্যা আরও বাড়ার আশংঙ্কা করছেন সংশ্লিষ্টরা। আজ সকালে দুর্ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের সন্ত কবীর নগরের চুরেদ  স্টেশনে। প্রশাসন সূত্র বলেছেন, একই লাইনে চলার কারণে  স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা মালগাড়িকে ধাক্কা মারে  গোরখধাম এক্সপ্রেস। তার ছ’টি বগি লাইনচ্যুত হয়। এর মধ্যে তিনটি বগি দুমড়ে মুচড়ে গিয়েছে। দুর্ঘটনার পরই স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে হাত লাগান। সন্ত কবীর নগরের জেলা প্রশাসক ভরত লাল বলেছেন, কমপক্ষে ৪০ যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। আহত হয়েছেন প্রায় ৫০ জন। উদ্ধার করে তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল। রেলের শীর্ষ কর্মকর্তারাও ঘটনাস্থলে যান। উত্তর-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক অলোক কুমার সিংহ জানান, লাইনচ্যুত হওয়ার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। তবে রেলের তরফ থেকে মৃত ও আহতের সংখ্যা নিশ্চিত করা হয়নি। উত্তর-পূর্ব রেল নিরাপত্তা কমিশনার পি কে বাজপেয়ীকে ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে। পাশাপাশি, মৃতদের পরিবারকে এক লাখ রুপি ও গুরুতর আহতদের পঞ্চাশ হাজার রুপি ক্ষতিপূরণের ব্যবস্থা করেছে রেল কর্তৃপক্ষ। দুর্ঘটনার খবর শুনে প্রেসিডেন্ট প্রণব মুখোপাধ্যায় দুঃখ প্রকাশ করেছেন। সোনিয়া গান্ধী মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। ভারতের হবু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি জানিয়েছেন, ক্যাবিনেট সচিবের সঙ্গে কথা বলে পরিস্থিতির উপর নজর রাখতে বলেছি। আহতদের চিকিৎসায় যাতে কোন রকম অসুবিধা না হয় সেটাও সুনিশ্চিত করতে বলেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ