• শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৬:২৫ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে প্রাথমিকে নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার করায় আটক-৩ নীলফামারীতে গণজাগরণের সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত ফুলবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা কুয়াশা কেটে যাওয়ায় সাড়ে ৬ ঘন্টা পর সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক ঘন কুয়াশার কারনে সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইট উঠানামা ব্যাহত সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পেলেন মসিউর রহমান খানসামা উপজেলায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল পাচ্ছে ২৩ হাজার শিশু প্রধানমন্ত্রী নিজের নির্বাচনী এলাকা যাচ্ছেন আগামীকাল বাংলাদেশ সীড এসোসিয়েশন এর নির্বাহী সদস্য হলেন ডোমারের আনোয়ার হোসেন কাভার্ড ভ্যানে আগুন: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৩

বদরগঞ্জে গৃহবধূকে অপহরন করে সম্ভ্রমহানী

Badarganj Photo-2 26-05-14বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে লম্পট রেলকর্মচারী আব্দুল বারী (৩৫) এক গৃহবধূকে অপহরনকরে তার সম্ভ্রমহানি করেছে। শুধু তাই নয় অস্ত্রের মুখে জোরকরে ওই গৃহবধূর স্বামীকে তালাক দিতে বাধ্য করা হয়েছে। এ অভিযোগ  করেছেন প্রতারিত ওই গৃহবধূর পরিবারের লোকজন। ঘটনাটি ঘটেছে বদরগঞ্জ রেলস্টেশন কলোনী মহল্লায়।
গৃহবধুর মা ছামিনা বেগম জানিয়েছেন, আত্বীয় সুবাদে বেড়ানোর কথা বলে, আমার মেয়েকে অপহরণ করে এবং তিনদিন ধরে আটক  করে রেখে তার সম্ভমহানী করেছে লম্পট রেলকর্মচারী আব্দুল বারী । এ ঘটনায় রোবরার মেয়েটির বাবা ও আত্বীয় স্বজনরা এলাকাবাসীর সহযোগীতায় ওই প্রতারকের বাড়ী হতে মেয়েটিকে উদ্ধার করেন। এব্যাপারে বদরগঞ্জ থানায় মামলা প্রস্তুতি চলছে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, বদরগঞ্জ রেল স্টেশন কলোনীর মহল্লার রেল কর্মচারী ওয়াছম্যান আব্দুল বারী এক বছর আগে দুই সন্তানের জননী তার স্ত্রীকে নির্যাতন করে তাকে তালাক দেন।এ ঘটনায় আদালতে মামলা চলমান রয়েছে। এছাড়াও তিনি দ্বিতীয় বিয়ে করার জন্য বিভিন্ন জায়গায় কনে দেখাশুনা করে আসছিল। এক পর্যায়ে ওই এলাকার সাবিনা বেগমের সাথে তার পরিচয় ঘটে। পরিচয়ের সুবাদে সাবিনা বেগম আব্দুল বারীকে নিয়ে তার বোনের বাড়ী ধোলাই ঘাট গ্রামে বেড়াতে নিয়ে যায়। সেখানে সাবিনার বোন ছামিনা বেগমের সদ্য বিবাহিতা মেয়ে লাভলী বেগমের ওপর আব্দুল বারীর দৃষ্টি পড়ে। এ সুবাদে আব্দুল বারী সাবিনা তার বড় বোন ছামিনার বাড়ীতে যাতায়াত করতো। এক পর্যায়ে মেয়েটির খালা সাবিনা বেগম বেড়ানোর কথা বলে গত শক্রবার সকালে মেয়েটিকে তার বাড়ীতে নিয়ে আসে।ওই দিন দুপুরে সাবিনাকে আব্দুল বারী মোবাইল ফোনে তার ভাগ্নিকে(মেয়ে) নিয়ে তার বাড়ীতে বেড়ানোর কথা বলে তাদেরকে আসতে বলে। ফোন পেয়ে সাবিনা তার ভাগ্নিকে নিয়ে ওইদিন দুপুরে তার বাড়ীতে নিয়ে আসে। Badarganj Photo-3- 26-05-14এ দিকে আব্দুল বারী সুকৌশুলে মেয়ে ও তার খালা নিয়ে স্থানীয় এক কাজীর কাছে নিয়ে যায় এবং তাদেরকে বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখিয়ে মেয়েটিকে দিয়ে তার স্বামীকে জোর পূর্বক তালাক দেওয়া হয়। পরে আব্দুল বারী ও তার সাঙ্গ-পাঙ্গরা মেয়েটির খালাকে প্রাননাশের ভয় দেখিয়ে তাকে তাড়িয়ে দেয়। আব্দুল বারী ওইদিন রাতে মেয়েটিকে তার বাড়ীর একটি ঘরে মধ্যে তিনদিন ধরে আটকিয়ে রেখে তার সম্ভমহানী করে। এরপর থেকে আব্দুল বারী তার সাঙ্গ-পাঙ্গদের দিয়ে এলাকায় অপপ্রচার করে আসছিল ওই মেয়েটি সে বিয়ে করেছে। এ দিকে মেয়েটির বাবা-মা সংবাদ পেয়ে গত রোববার এলাকাবাসীর সহযোগীতায় ওই লম্পটের বাড়ী থেকে মেয়েটি উদ্ধার করেন। অবস্থার বেগতিক দেখে ওই লম্পট আব্দুল বারী সটকে পড়ে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যকের সূষ্টি হয়েছে। এ ব্যাপারে বদরগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে।
বদরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুর রহমান বলেন এ বিষয়ে এখনো কেউ অভিযোগ করেনি। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ