বিনোদন ডেস্ক: টালিপাড়ায় একি হলো! স্বস্তিকার পর এবার হাসপাতালে ভর্তি হলেন অভিনেত্রী নুসরাত৷ না তবে, কোনো রকম আত্মহত্যার চেষ্টা বা কব্জিতে ওয়াইনের গ্লাস গেঁথে আহত হয়ে নয়৷ বরং জ্বরের কবলে পরেই শহরের এক বেসরকারি হাসাপাতেল বর্তি হয়েছেন নুসরাত৷ রোববার রাতেই তাকে ভর্তি করা হয় হাসপাতালে৷
জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই জ্বরে ভুগছিলেন নুসরাত৷ জ্বরের মাত্রা বেড়েই চলছিল৷ তাই চিকিৎসকের পরামর্শ নিয়ে নার্সিংহোমে ভর্তি হন এই অভিনেত্রী৷ নুসরাতের চিকিৎসক জানিয়েছেন, ‘নুসরাতের কিডনিতে স্টোন ধরা পড়েছে৷ এই কারণেই জ্বরে কাবু নুসরাত৷ চিকিৎসা চলছে৷ ভয়ের কোনো কারণ নেই৷’
আপাতত, বেশ কয়েকটি ছবির শ্যুটিংয়ে ব্যস্ত নুসরাত৷ অরিন্দম শীলের নতুন ছবিতেও দেখা যাবে নুসরাতকে৷- ওয়েবসাইট।