লাইফস্টাইল ডেস্ক : গরমের সময় ত্বকে ঘাম জমে ব্রণের উপদ্রব বেড়ে যায়। ব্রণের দাগ দূর করতে বাজারের চটকদার বিজ্ঞাপন দেখে কতো কিছুইতো ব্যবহার করছেন কিন্তু দাগ দূর হচ্ছে না। ব্রণের দাগ দূর করতে ব্যবহার করতে পারেন গোলাপের পাঁপড়ি। গোলাপের পাঁপড়িতে আছে শক্তিশালী অ্যান্টি-ব্যাকটেরিয়াল। অ্যান্টি-ব্যাকটেরিয়াল ব্রণের বিরুদ্ধে লড়াই করে। এছাড়া ত্বকের একজিমা ও সিরোসিসের বিরুদ্ধে লড়াই করে ত্বক সুন্দর রাখতে সাহায্য করে।
যেভাবে ব্যবহার করবেন:
সপ্তাহে তিনদিন গোলাপের পাঁপড়ির সঙ্গে লেবুর রস দিয়ে পেস্ট বানিয়ে ত্বকে লাগান। ঠিক ১০ মিনিট পর ধুয়ে ফেলুন। এতে ব্রণ দূর হওয়ার পাশাপাশি ত্বকের উজ্জ্বলতা বাড়বে। সপ্তাহে দুইদিন নিমপাতা, আলু ও গোলাপের পাঁপড়ি পেস্ট করে ত্বকে লাগিয়ে ১৫ মিনিট পর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন। ত্বক হবে ঝলমলে উজ্জ্বল।