• শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০২:০৪ অপরাহ্ন |

কলকাতা-পাঞ্জাবের শক্তির লড়াই আজ

Criঢাকা: আইপিএলের শেষ চারে নাটকীয়ভাবে স্থান করে নিয়েছে মুম্বাই। কলকাতা পাঠান-বীরত্বে সওয়ার হয়ে আগেই ঢুকেই পড়েছিল। চেন্নাই, পাঞ্জাবের যায়গা পাওয়াটা কোনো চমক হয়ে আসেনি। তারা ধারাবাহিকতার পুরষ্কারই পেয়েছে।
আজ কলকাতার দেখা হবে এই টুর্নামেন্টের সেরা দলের সঙ্গে। পাঞ্জাব এবছর এমন একটা টিম হয় নিজেদের চেনাচ্ছে, যাদের পক্ষে নিজেদের দিনে যে কোনো কিছু করে দেখানো সম্ভব।
আজ কলকাতার শরীরে হুল হয়ে বিঁধতে পারেন ম্যাক্সওয়েল। সেই হুলকে তুলতে আবার প্রস্তুত রয়েছেন সুনীল, সাকিব।
আজকে অবশ্য ম্যাক্সওয়েলের প্রমাণ করার অনেক কিছু আছে। বড় ম্যাচের চাপ তিনি কীভাবে সামলান। একই রকম মারমার কাটকাট ব্যাটিং করে যাবেন, নাকি চাপের মুখে নিজের খেলার ধরন পাল্টাতে বাধ্য হবেন।
পাঞ্জাব-কলকাতার টিমের শক্তি বিচার করলে পঞ্জাবের ব্যাটিং কলকাতার থেকে অনেক ভাল। কিন্তু সেই সেরা ব্যাটিং লাইনআপ আজ খুব ভাল একটা বোলিং আক্রমণের সামনে পড়বে। ঘরের মাঠে দুরন্ত ফর্মে থাকা কলকাতার বোলিং-আগ্রাসনের সামনে বীরেন্দ্র শেহবাগ, জর্জ বেইলি, ডেভিড মিলাররা কতদূর প্রতিরোধ গড়ে তুলতে পারেন, তার ওপরেই নির্ভর করবে ম্যাচের ভাগ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ