রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাট উপজেলা সদর ইউপি’র ২০১৪-১৫ অর্থ বছরের জন্য প্রায় আড়াই কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার ইউনিয়ন পরিষদ হলরুমে উন্মুক্ত বাজেট অধিবেশনে প্রধান অতিথি ছিলেন,কুড়িগ্রাম জেলা প্রশাসক এ বি এম আজাদ। ইউপি চেয়ারম্যান মো. এনামুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন,জেলা প্রশাসক এ বি এম আজাদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল হাসেম, রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. সাজেদুর রহমান, ভাইস চেয়ারম্যান মো. কফিল উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান কোরাইশি লায়লা ফেরদৌসি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ছানাউল্লা নুরী প্রমূখ। বাজেট পেশ করেন, ইউপি সচিব মো. হাসান শহীদ সরওয়ার্দ্দী।