• শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৭:৩৩ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে প্রাথমিকে নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার করায় আটক-৩ নীলফামারীতে গণজাগরণের সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত ফুলবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা কুয়াশা কেটে যাওয়ায় সাড়ে ৬ ঘন্টা পর সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক ঘন কুয়াশার কারনে সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইট উঠানামা ব্যাহত সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পেলেন মসিউর রহমান খানসামা উপজেলায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল পাচ্ছে ২৩ হাজার শিশু প্রধানমন্ত্রী নিজের নির্বাচনী এলাকা যাচ্ছেন আগামীকাল বাংলাদেশ সীড এসোসিয়েশন এর নির্বাহী সদস্য হলেন ডোমারের আনোয়ার হোসেন কাভার্ড ভ্যানে আগুন: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৩

পরিবহণ ধর্মঘট স্থগিত

1220140527174056সিসিনিউজ: রাজশাহী বিভাগ ও ময়মনসিংহ অঞ্চলের সব জেলার পরিবহণ ধর্মঘট স্থগিত করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে যানবাহন চলাচল শুরু করেছে।

মহাসড়কে পুলিশের হয়রানি, নছিমন, করিমন, ভটভটি চলাচল বন্ধসহ ছয় দফা দাবিতে সড়ক পরিবহণ মালিক ও শ্রমিক সংগঠনগুলোর ডাকে পরিবহণ ধর্মঘট শুরু হয়। ধর্মঘটের কারণে সীমাহীন দুর্ভোগে পড়েন দূরপাল্লার যাত্রীরা।

মঙ্গলবার বিকেলে সচিবালয়ে যোগাযোগ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ) এবং মালিক ও শ্রমিক সংগঠনের মধ্যে বৈঠক হয়। বৈঠক শেষে পরিবহণ ধর্মঘট স্থগিতের ঘোষণা দেওয়া হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন বিআরটিএর চেয়ারম্যান নজরুল ইসলাম, বাংলাদেশ পরিবহণ মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ ও বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী।

এর আগে মঙ্গলবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের বলেছিলেন, নছিমন, করিমন ও ভটভটি মহাসড়কে আগেও নিষিদ্ধ ছিল। এসব যানবাহন বন্ধ করার জন্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।

তবে নছিমন, করিমন ও ভটভটি মহাসড়ক ছাড়া অন্যান্য সড়কে চলতে পারবে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষণার পর বিভিন্ন অঞ্চলের মহাসড়কে নছিমন, করিমন, ভটভটির বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে।

পরিবহণ মালিক শ্রমিকদের দাবিগুলোর মধ্যে রয়েছে : নছিমন, করিমন, ভটভটি, পাওয়ারটিলার, ট্রাক্টরসহ অবৈধ যান চলাচল বন্ধ; সিএনজি, মাহেন্দ্র, থ্রি হুইলার, ইমার রুট পারমিট-বহির্ভূত এলাকায় চলাচল বন্ধ এবং রুট পারমিট প্রদান বন্ধ; ইজারাকৃত বিআরটিসি ও দ্বিতল বাস উপজেলা পর্যায়ে চলাচল বন্ধ; স্কেলের নামে অবৈধ চাঁদাবাজি বন্ধ; বিআরটিএর ট্যাক্স টোকেন ও ফিটনেসের বর্ধিত ফি প্রত্যাহার এবং সব ধরনের পুলিশি হয়রানি বন্ধ করা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ