ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার রূপগঞ্জ কবিরাজপাড়া গ্রামে তথাকথিত প্রেমিকের পুরুষাঙ্গে এসিড ঢেলে দিয়েছে এক মহিলা। পুলিশ ঐ মহিলাকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে। মঙ্গলবার তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। কয়েক বছর আগে থেকে কবিরাজপাড়া গ্রামের মৃত কুশুম উদ্দীনের পুত্র খাদেমুল ইসলাম(৩০) ওই গ্রামের আবু জাহেদের স্ত্রী পারুল বেগমের (৪০) সাথে পরকিয়া প্রেমে জড়িয়ে পড়ে। বিষয়টি জানাজানি হলে স্থানীয় জনপ্রতিনিধি সালিশ বৈঠক ডেকে মিমাংসা করে দেন। বৈঠকে খাদেমুলকে অন্য কোথাও বিয়ে করতে বলা হয়। খাদেমুল পাশের গ্রামের এক মেয়েকে বিয়েও করে। এর পরেও খাদেমূল পারুল বেগমকে উত্যক্ত করতো।
পারুল বেগম জানায়, খাদেমূল শুধু তাকেই নয়, তার ছোট বোনকেও উত্যক্ত করে। তাই তাকে শিক্ষা দেয়ার জন্য সুযোগ খুঁজতে থাকে পারুল। সোমবার রাতে পারুলকে বাড়িতে একা পেয়ে খাদেমূল কুপ্রস্তাব দেয়। পারুল সুযোগ বুঝে তার পুরুষাঙ্গে এসিড ঢেলে দেয। খাদেমুলের চিৎকারে লোকজন ছুটে আসে ও মুমুর্ষূ খাদেমুলকে উদ্ধার করে প্রথমে বালিয়াডাঙ্গী হাসপাতালে ও পরে ঠাকুরগাঁও আধুনিক হাসপাতালে ভর্তি করে। মঙ্গলবার তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
মঙ্গলবার খাদেমুলের বড় ভাই মন্টু মিয়া বাদি হয়ে এসিড অপরাধ দমন আইনে পারুল বেগমকে আসামী করে বালিয়াডাঙ্গী থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই কে এম জগলুল ইসলাম জানান, পারুল বেগমকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।