ঢাকা: রাজধানী ঢাকা থেকে অপহৃত চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার জ্যেষ্ঠ হিসাবরক্ষণ কর্মকর্তা আবু বকর সবুজকে মুন্সীগঞ্জ থেকে উদ্ধার করা হয়েছে। মাসখানেক আগে সবুজ অপহরণ হয়েছিলেন।
মঙ্গলবার গভীর রাতে তাকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে বলে জানা গেছে। তবে মামলার তদন্তের স্বার্থে এখন বিস্তারিত কিছু বলা যাচ্ছে না বলে পুলিশ সূত্র জানিয়েছে।
২৬ এপ্রিল আবু বকর সবুজ মিরপুরের বাসা থেকে জাজ মাল্টিমিডিয়া অফিসে যাওযার পথে অপহৃত হন। মিরপুর-৬ নম্বর সেকশনের ৫ নম্বর লেনের ২৫ নম্বর বাসার দোতলায় পরিবারের সঙ্গে থাকতেন সবুজ। তিনি মগবাজারের জাজ মাল্টিমিডিয়ায় চাকরি করতেন।
এদিন সকাল ১০টার দিকে তিনি কর্মস্থলের উদ্দেশে বাসা থেকে বের হন। এর এক ঘণ্টা পর তার ৩টি মোবাইল ফোনই বন্ধ পাওয়া যায়। পরে তার অফিসে খোঁজ নিয়ে জানা যায়, তিনি সেখানেও যাননি। অনেক খুঁজেও তার সন্ধান না পেয়ে পরদিন ২৭ এপ্রিল রমনা থানায় একটি জিডি এবং পরে মিরপুর থানায় অপহরণের মামলা দায়ের করা হয়।
৩ মে অপহরণের মামলায় ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক শীষ মনোয়ারকে মোহাম্মদপুরের নিজ বাসা থেকে গ্রেফতার করেছে মিরপুর থানা পুলিশ।
থানা পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ও র্যাব তাকে খুঁজে বের করার চেষ্টা চালায়।