• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৬:৪১ অপরাহ্ন |

বান্দরবানে বিজিবিকে লক্ষ্য করে বিজিপির গুলি

imagesসিসিনিউজ: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি সীমান্তে বিজিবির টহল দলকে লক্ষ্য করে গুলি বর্ষণ করেছে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ-বিজিপি। আজ বুধবার সকাল ৯টার দিকে সীমান্তের ৫২নং পিলার এলাকায় বিজিবির একটি দল নিয়মিত টহল দেয়ার সময় মিয়ানমারের বিজিপি হঠাৎ গুলিবর্ষণ করে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এ ঘটনায় সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি। বিভিন্ন পয়েন্টে টহল বাড়ানো হয়েছে। এছাড়া বিজিবির উর্ধ্বতন কর্মকর্তরা উদ্বুদ্ধ পরিস্থিতিতে জরুরি বৈঠকে বসেছেন।
এ নিয়ে সীমান্তে দ্বিতীয়বারের মত গুলিবর্ষণের ঘটনা ঘটলো। এর আগে গত ২২ মে বাইশফাড়ি সীমান্তে বিজিবিকে লক্ষ্য করে গুলি বর্ষণ করে বিজিপি।
স্থানীয়রা জানান, সকালে গুলি বর্ষণের পর সীমান্তে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
নাইক্ষ্যংছড়ি বিজিবির ৩১ ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল সফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গুলি বর্ষণের ঘটনায় বিজিবির কোনো সদস্য হতাহত হননি। তবে কেন বিজিপি গুলি বর্ষণ করেছে তা এখনো সঠিকভাবে বলা যাচ্ছে না। আগামী ৩ জুন মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডুতে এ বিষয়ে বিজিবি ও বিজিপির মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, গত একমাসেরও বেশি সময় ধরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের বিভিন্ন পয়েন্টে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। উভয় দেশই সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে। গত ২১ মে দোছড়ির লেম্বুছড়ি সীমান্তে বিজিবি ও বিজিপির মধ্যে সীমান্তের পরিস্থিতি নিয়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এরপরও সীমান্তে উত্তেজনা প্রশমিত হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ