খেলাধুলা ডেস্ক: ফুটবল বিশ্বকাপ যখন দরজায় কড়া নাড়ছে তখন হল্যান্ডে শেষ হলো ‘বিকিনি বিশ্বকাপ।’ হল্যান্ড ছিল এই বিশ্বকাপের দেশ। স্পেন, জার্মানি এবং ব্রাজিলকে হারিয়ে এই বিশ্বকাপ ঘরে তুলেছে হল্যান্ড। এবারের আয়োজনেও রেফারি হিসেবে ছিলেন হল্যান্ডের সাবেক ফুটবলার এন্ডি ভান ডের মেডি।
এই বিশ্বকাপের বিশ্বেষত্ব হলো, নারী খেলোয়াড়রা জার্সির বদলে বিকিনি পড়ে খেলে। প্রত্যেক দলে চার জন করে খেলোয়াড় অংশ নেয় এই খেলায়। এবারের আসরে ব্রাজিল, স্পেন, জার্মানি, ইতালি, দক্ষিণ আফ্রিকা, আলজেরিয়া এবং রাশিয়া অংশ নিয়েছিল।