• শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৫:০৬ অপরাহ্ন |

সেরেনার বিদায়, ফেদেরার-শারাপোভার জয়

1401347151.খেলাধুলা ডেস্ক : ফরাসি ওপেনে অঘটনের শিকার হয়েছেন বিশ্ব র‌্যাঙ্কিংয়ের বর্তমান এক নাম্বার সেরেনা উইলিয়ামস। দ্বিতীয় রাউন্ডে স্পেনের গাবরিন মাগুরুজার কাছে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছেন যুক্তরাষ্ট্রে তারকা। শীর্ষ বাছাই সেরেনাকে ৬-২, ৬-২ গেমে হারিয়েছেন মাগুরুজা। তবে তৃতীয় রাউন্ডে উঠেছেন রুশ সুন্দরী মারিয়া শারাপোভা। তিনি ৭-৫, ৬-৪ গেমে জিতেছেন বুলগেরিয়ার সভেতানা পিরোনকোভার বিপক্ষে। এদিকে পুরুষ বিভাগে জিতেছেন রজার ফেদেরার ও নোভাক জকোভিচ। ফেদেরার ৬-৩, ৬-৪, ৬-৪ গেমে সেবাস্তিয়ান শ্বয়ার্টজম্যানকে এবং জকোভিচ ৬-১, ৬-৪, ৬-২ গেমে হারিয়েছেন জেরেমি চার্দিকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ