ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমার উপজেলায় সৃজনশীল মেধা বিকাশ প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন প্রদান করা হযেছে। রবিবার দুপুরে ডোমার বহুমূখী উচ্চ বিদ্যালয় চত্ত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে নীলফামারী-১ (ড্মোার-ডিমলা) আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিউর রহমানের সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া, উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ডোমার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রেহানা ইয়াসমিন জানান, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১২ জন ছাত্রছাত্রী সৃজনশীল মেধা বিকাশে বিজয়ী হওয়ায় তাদের মাঝে সনদপত্র ও এক হাজার টাকার প্রাইজবন্ড বিতরন করা হয়।