রইজউদ্দিন রকি, সিসিনিউজ: এক সময়ের ঐতিহ্যবাহী বাহন পালকি কালের পরিবর্তনে হারিয়ে গেছে। বধু সেজে থাকবো বন্ধু, পালকি নিয়ে এসো। বর কর্তৃক পালকি নিয়ে আসা এমন স্বপ্নই ছিল এক সময়ের পাড়া-গাঁয়ের মেয়েদের। কালের ক্রমবিকাশে সে পালকি প্রথা এখন হারিয়ে গেছে। এক সময়ে বিয়ে কিংবা নববধু নাইয়র গেলে পালকিই ছিল উত্তম সওয়ারী। পরে গরু বা মহিষের গাড়ী যোগ হয়েছিল। তখনও পালকির সওয়ারী ছাড়া বিয়ের কথা কল্পনাই করা যেতনা। কিন্তু কালের পরির্বতনে আধুনিক প্রযুক্তিতে সমৃদ্ধ দ্রুতগামী যানের সাথে পাল্লা দিয়ে টিকতে না পেরে বর্তমান সময়ে পালকির স্থান হয়েছে ইতিহাসের পাতায়। আধুনিক ও নতুন প্রযুক্তির বিভিন্ন আবিষ্কারের ফলে শেকড়ের সাথে মিশে থাকা অতীতের ঐতিহ্যবাহী পালকিসহ অনেক জিনিস পত্রের ব্যবহার এবং রসম রেওয়াজের পরিবর্তন পরিবর্ধন হয়েছে। কালের পরির্বতনে নতুন প্রজন্ম ভুলে যেতে শুরু করেছে পালকিসহ বিভিন্ন জিনিস পত্রের ব্যবহার। হয়তো এক সময় পালকি কি সেটিও প্রজন্ম জানবে না। জানবে না বিয়ে করে বধুকে পালকিতে বসিয়ে বর পায়ে হেটে কিংবা ঘোড়ায় চেপে নববধুকে বাড়ীতে আনার সেই ঐতিহ্যবাহী সময় টুকু কত মধুর। ডিজিটাল যুগে নতুন আধুনিক রকমারি বিভিন্ন যানবাহনের মাঝে পুরোনো মডেলের অতিজনপ্রিয় যানবাহন অকেজো হওয়ায় কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে। হারিয়ে গেছে ঐতিহ্যবাহী সেই পাড়া-গাঁয়ের মেয়েদের স্বপ্নের পালকি।