ঠাকুরগাঁও : কোনো গ্রহণযোগ্য সুরাহা না হওয়ায় ঠাকুরগাঁও স্বাস্থ্যসেবা তথা ডায়াবেটিক হাসপাতালের ডাক্তার নার্স কর্মকর্তা ও কর্মচারীদের কর্মবিরতি সোমবার তৃতীয় দিনের মত অব্যাহত রয়েছে।
ধর্মঘটিরা জানিয়েছেন, আজকের মধ্যে তাদের দাবি পূরণ করা না হলে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকাল ধর্মঘটসহ বৃহত্তর কর্মসূচিতে যাবেন।
গত তিন দিনে কর্মবিরতি ছাড়াও হাসপাতাল চত্বরে অবস্থান ধর্মঘট, সভা-সমাবেশ, মানববন্ধন, স্মারকলিপি প্রদানসহ তারা বিভিন্ন কর্মসূচি পালন করেছে।
একশ’ ১৩ জন কর্মচারীর নয় মাসের বেতন বন্ধ থাকায় শনিবার সকাল থেকে এই হাসপাতালের কর্মচারী, নার্স, কর্মকর্তা, ডাক্তারসহ সকল চাকরিজীবী একযোগে এই কর্মবিরতি শুরু করেন। এর ফলে জেলার শত শত ডায়াবেটিক ও চক্ষু রোগী বিপাকে পড়েছেন।
ঠাকুরগাঁও ডায়াবেটিক হাসপাতালটি ২০০৬ সালে নেদারল্যান্ড-বাংলাদেশের যৌথ স্বাস্থ্যসেবা প্রকল্পের অন্তর্ভুক্ত হলেও এর নাম হয় ঠাকুরগাঁও স্বাস্থ্য সেবা হাসপাতাল।
এখানে বিভিন্ন সময় নিয়োগ পান ডাক্তার, নার্স, কর্মকর্তা, কর্মচারী মিলে একশ’ ১৩ জন। হাসপাতালের আয় থেকে তাদের বেতন পরিশোধ করা হতো।