সিসিনিউজ ডেস্ক: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত পয়েন্টগুলোতে মায়ানমার বর্ডার গার্ড পুলিশের পোশাক পরে ভারী অস্ত্র গোলাবারুদ্ধ নিয়ে টহল দিচ্ছে সে দেশের সেনাবাহিনীর সদস্যরা। নাইক্ষ্যংছড়ি বিজিবি নায়েক সুবেদার মিজানুর রহমানকে গুলি করে হত্যার পরপর নাইক্ষ্যংছড়ি পাইনছড়ি এলাকা সংলগ্ন সীমান্তে মায়ানমার তিনবার সৈন্য সমাবেশ করেছে বলে বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে। নাইক্ষ্যংছড়ি সীমান্তে এখনো উত্তেজনা বিরাজ করছে। নাইক্ষ্যংছড়ির বিভিন্ন পয়েন্টে বিজিবি ও মায়ানমারের বিজিপি কড়া প্রহরায় রয়েছে। ভারী অস্ত্র নিয়ে সীমান্তের কাছের বিওপি ও আশপাশের স্থানগুলোতে পাহারায় রয়েছে তারা। মায়ানমারও তাদের ক্যাম্পগুলোতে সৈন্য সংখ্যা বাড়িয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, বিজিবি নায়েক সুবেদার মিজানুর রহমানকে গুলি করে হত্যার পর থেকে পাইনছড়ি ও লেমুছড়ির সীমান্তের ওপারে মায়ানমার বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সদস্যরা প্রতিদিনই ফাঁকা ফায়ার করছে। সীমান্তের আশপাশের গ্রামগুলোতে এখনো আতঙ্ক কাটেনি। সন্ধ্যার পর সীমান্তের গ্রামগুলোর লোকজন বিজিবি ক্যাম্পের পাশের ঘরবাড়িতে অবস্থান করছে। যে কোনো সময় আবারও অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছে স্থানীয়রা।
এদিকে নাইক্ষ্যংছড়ি সীমান্তের ৫০, ৫১ ও ৫২ নম্বর সীমানা পিলারসহ কয়েকটি পয়েন্টে মায়ানমার সীমান্তরক্ষী বাহিনী মাইন পুঁতে রেখেছে বলে খবর পাওয়া গেছে। তবে স্থানীয়দের সহায়তায় বিজিবি মাইনগুলো মাটি থেকে তুলে সরিয়ে নিয়েছে। এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এস এম শাহেদুল ইসলাম জানান, সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সীমান্তবাসীদের আতঙ্কিত না হতে আমরা লোকজনের সাথে কথা বলে আশ্বস্ত করছি। বিজিবির কক্সবাজার সেক্টর কমান্ডার কর্নেল খন্দকার ফরিদ হাসান জানান, সীমান্তের কয়েকটি পয়েন্টে উত্তেজনা এখনও রয়েছে। তবে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। বিজিবি সদস্যরা সব ধরনের পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে।
সরেজমিন জানা যায়, ২৮ মে বিজিবি সদস্যদের ওপর গুলিবর্ষণের পর থেকে রাতদিন কয়েক ঘণ্টার পর পর বিজিপি ক্যাম্পগুলো কাছাকাছি এলাকাগুলোতে গুলির শব্দ শোনা যাচ্ছে। সীমান্তে মায়ানমার বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) সদস্যরা সীমান্তে তিনদফা আক্রমণের সময় মানবঢাল হিসেবে ব্যবহার করছে রোহিঙ্গা নাগরিকদের। এদিকে বিজিবি নায়েক সুবেদার মিজানুর রহমানকে হত্যার পরও মায়ানমার বর্ডার গার্ড পুলিশের থেমে থেমে গুলিবর্ষণের আতঙ্কে লেমুছড়ি ও পাইনছড়ি, আশারতলি, তমব্রুসহ বেশ কয়েকটি এলাকার পাহাড়ের দিনমজুর ও কাঠ শ্রমিকরা কাজকর্ম ফেলে চলে এসেছে। সীমান্তে বসবাসকারী চাষিরা পড়েছে বিপাকে। তারা আতঙ্কে ঘরে থাকতে চাচ্ছে না, চাষাবাদও করতে পারছে না। মায়ানমার বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) বাংলাদেশের সীমান্ত এলাকায় কোনো লোকজনকে দেখলেই ফাঁকাগুলি ছুড়ছে বলে লেমুছড়ির স্থানীয় বাসিন্দা আব্দুল মান্নানসহ পাইনছড়ি, ঘুমধুম তমব্রু, আশাতলির বেশ কয়েকজন জানান।
উল্লেখ্য, ২৮ মে নাইক্ষ্যংছড়ির দৌছড়ি ইউনিয়নের পাইনছড়ির সীমান্তে বিজিবি টহল দলের ওপর অতর্কিত গুলিবর্ষণ করে মায়ানমার সীমান্তরক্ষী বাহিনী। এতে গুলিবিদ্ধ হয়ে পাইনছড়ি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মিজানুর রহমান মারা যান। মৃত্যুর পর অস্ত্রসহ বিজিবি সদস্যের মৃতদেহ নিয়ে যায় মায়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ সদস্যরা। প্রথম মায়ানমারের বিজিপি সদস্যের মৃতদেহ নেয়ার কথা অস্বীকার করলে পরে চাপের মুখে স্বীকার করেন এবং মৃতদেহ হস্তান্তরের জন্য আলোচনার কথা বলে বিজিবিকে আহ্বান জানান। ৩০ মে বিকালে ফের দৌছড়ি সীমান্তে বিজিবি সদস্যারা গেলে তাদের ওপরও গুলিবর্ষণ করে বিজিপি। আত্মরক্ষায় বিজিবি সদস্যরাও পাল্টা গুলিবর্ষণ করেন। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে কয়েক ঘণ্টাব্যাপী থেমে থেমে বন্দুকযুদ্ধ চলে।
মিজান সমাহিত
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মায়ানমারের সীমান্ত রক্ষীবাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) গুলিতে নিহত ৩১ বিজিবি ব্যাটালিয়নের নায়েক সুবেদার মিজানুর রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় নিজ গ্রামের বাড়ি কুমিল্লা দেবিদ্বারে সমাহিত করা হয়েছে।
সোমবার সকাল ৯টা ৮ মিনিটে নাইক্ষংছড়ি ৩১ বিজিবি ব্যাটালিয়নের (সদর দপ্তর) মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন ব্যাটালিয়ন মসজিদের ইমাম মাওলানা নুরুল আলম। মিজানুর রহমানের জানাজার নামাজে বিজিবি সদস্যরা ছাড়াও অংশ নেন দক্ষিণ-পূর্বাঞ্চল বিজিবির আঞ্চলিক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আহম্মেদ আলী, বিজিবির চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আহম্মদ আলী, বান্দরবানের আঞ্চলিক কমান্ডার নকীব আহমেদ, ফাসিয়াখালী ব্রিগেডিয়ার জেনারেল মো. মইন, ৩১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সফিকুর রজমানসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, শীর্ষ পদের কর্মকর্তা ও তার সহকর্মীরা।
নাইক্ষ্যংছড়ি ৩১ বিজিবি ব্যাটালিয়নে তার নামাজে জানাজা শেষে নিজ গ্রামের বাড়ি উদ্দেশ্যে সকাল ১০টা ২০ মিনিটে বিমান বাহিনীর একটি হেলিকপ্টার করে ঢাকা-চট্টপ্রাম মহাসড়ক সংলগ্ন চান্দিনায় ছয়ঘড়িয়া মাঠে মিজানুর রহমানের মরদেহ নেয়া হয়। পরে বেলা ২টা ৩০ মিনিটে চান্দিনার রবকান্তা ইউনিয়নের ভেলানগর গ্রামের ঈদগাঁয় দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, গত বুধবার দুপুরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির সীমান্তে মায়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপির গুলিতে বিজিবি নায়েক সুবেদার মিজানুর রহমান (৪৩) মারা যান। এরপর তার মরদেহ নিয়ে যায় মায়ানমার বিজিপি।