• বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ১০:১২ পূর্বাহ্ন |

রিকশা চালিয়ে মাসে আয় ৩ লাখ টাকা!

79719_1সিসিনিউজ: বর্তমানে সেন্ট্রাল লন্ডনের টুরিস্ট এরিয়াগুলোতে রিকশার আনাগোনা রয়েছে বেশ। এক সময়ে শুধু ইউরোপিয়ান ছেলেদের এই পেশায় দেখা গেলেও এখন অনেক বাংলাদেশী ছেলে রিকশা চালানোর ব্যাপারে আগ্রহী হচ্ছেন।

কয়েকজন রিকশা চালকের সাথে কথা বলে জানা গেল, লন্ডনে রিকশা চালিয়ে তারা মাসে আড়াই থেকে তিন লাখ টাকা পর্যন্ত আয় করছেন। তবে ইনকামে কিছুটা ভাটা যায় জানুয়ারী থেকে মে পর্যন্ত সময়টাতে। সামারের কারণে জুন মাস থেকে নানা দেশের পর্যটকদের ঢল নামে লন্ডনে। এটা অব্যাহত থাকে আগস্ট পর্যন্ত, আবার সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত ক্রিসমাসের কারণে ব্যবসা জমজমাট থাকে।

নানা ধরনের ব্যবসায়ীরা লন্ডন আসতে থাকে। ফলে জুন থেকে ডিসেম্বর পর্যন্ত রিক্সায় সৌখিন যাত্রীদের অভাব হয় না। সপ্তাহের মধ্যে সবচেয়ে ভালো আয় হয় শুক্রবার রাত এবং শনিবার রাত, এই দুদিন। এই দুইরাতে সাধারনত টুরিস্টদের আনাগোনা থাকে বেশি।

আবার অনেক মাতাল যাত্রী বাড়ি ফেরার সময় ভাড়া দেন দরাজ হাতে, এমনটাই জানালেন এক রিকশা চালক।

এক সময়ে জার্মানি, ইতালি, স্পেন এইসব দেশের ছেলেরাই শুধু রিকশা চালাত। কারণটা সহজেই অনুমেয়, এইসব দেশের সংস্কৃতিতে ধনী-গরীব পেশার ভেদাভেদ নেই বললেই চলে। অন্যদিকে বাংলাদেশী-ইনডিয়ান-পাকিস্তানি এরা পরিচিত লোকেরা দেখে ফেললে কি মনে করবে, এই ভয়ে রিকশা চালানো থেকে দূরে ছিল।

কিন্তু চাকরির বাজারে মন্দাভাব এবং সহজভাবে ভালো ইনকাম, এই দুই কারণে এখন অনেক বাংলাদেশী, ইনডিয়ান এবং পাকিস্তানি ছেলেকে এখন রিকশা চালাতে দেখা যায়।

কিন্তু কিভাবে বাংলাদেশীরা সুদুর প্রবাসে রিকশা ম্যানেজ করছেন? খোঁজ নিয়ে জানা গেল, ওখানেও অনেকেই ছোটখাট রিকশা গ্যারেজ বানিয়ে ফেলেছেন। গ্যারেজ থেকে রিকশাওয়ালাদের চুক্তি ভিত্তিকভাবে রিকশা ভাড়াও দিচ্ছেন তারা।

রিকশা ভাড়া নেওয়ার জন্য শুরুতেই রিকশা মালিককে ১০০ পাউন্ড জমা দিতে হয়। তারপর নিয়মটা সহজ। রিকশা চালিয়ে ইনকাম আর সপ্তাহে মালিককে ৫০ পাউন্ড করে জমা!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ