খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: খানসামা উপজেলা প্রশাসন আয়োজিত স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন ‘‘উপজেলা গর্ভন্যান্স প্রজেক্ট’’ এর আওতায় মঙ্গলবার সকাল সাড়ে ৯টার সময় উপজেলা পরিষদ সভা কে উপজেলা নারী উন্নয়ন ফোরাম গঠন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো: শাহীনুর আলম। এসময় উপস্থিত ছিলেন মহিল বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিনা বেগম, উপজেলা পঃ পঃ কর্মকর্তা আব্দুস সালাম, সাংবাদিক মোজাফ্ফর হোসেন ও তফিজ উদ্দিন আহম্মেদ। শেষে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিনা বেগমকে সভাপতি ও ৪নং খামারপাড়া ইউপি’র মহিলা সদস্য নুর নেহার বেগমকে সাধারণ সম্পাদক ঘোষণা করে খানসামা উপজেলা নারী উন্নয়ন ফোরামের ৭ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।