• বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ১০:৪৯ পূর্বাহ্ন |

শেখ হাসিনা আড়াইবারের প্রধানমন্ত্রী : লতিফ সিদ্দিকী

Lotifসিসিনিউজ: জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘আড়াইবারের প্রধানমন্ত্রী’ বললেন ডাক, তার ও টেলিযোগাযোগমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী।
তিনি আজ সংসদে জাতীয় পার্টির সদস্য নাসিম ওসমানের মৃত্যু নিয়ে বক্তব্য দেন। বক্তব্যের একপর্যায়ে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আমাদের মাঝে উপস্থিত আছেন এমন একজন যিনি দুই বারের প্রধানমন্ত্রী’। তখন উপস্থিত সংসদ সদস্যরা তাঁর দিকে তাকালে লতিফ সিদ্দিকী তাঁর বক্তব্যে পুনরায় ‘আড়াই বছরের প্রধানমন্ত্রী’ উল্লেখ করে বক্তব্য দেন।
আজ মঙ্গলবার বিকেল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয় দশম জাতীয় সংসদের দ্বিতীয় (বাজেট) অধিবেশন। ৫ জানুয়ারির নির্বাচনের পর গঠিত ঐকমত্যের সরকারের প্রথম বাজেট উত্থাপিত হবে এই অধিবেশনে।
উৎসঃ   কালের কণ্ঠ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ