দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে ভুয়া বিয়ে রেজিষ্ট্রি করায় শহরের ১১নং ওয়ার্ডের (নিকাহ রেজিষ্ট্রার) কাজী মোঃ জাকারিয়াসহ ৯ জনের বিরুদ্ধে জেলা সিনিয়র সহকারী জজ আদালতে মামলা দায়ের করেছে।
আদালত সুত্রে জানা গেছে, দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার দক্ষিণ মুর্শিদহাট ফার্মপাড়া এলাকার সিরাজ উদ্দীন আহমেদ’র ছেলে মুক্তার আলী’র স্ত্রী নুর নাহার’র সাথে মুসলিম বিবাহ ও তালাক রেজিস্ট্রেশন আইন মোতাবেক বিবাহ বিচ্ছেদ হয়। মুক্তার আলীর’ তালাকপ্রাপ্তা স্ত্রী ও কাজী জাকারিয়াসহ অন্যান্য বিবাদীরা যোগসাজশ করে অসৎ উদ্দেশ্যে তালাক প্রাপ্তা স্ত্রীর সাথে পুনঃ বিয়ে রেজিস্ট্রি দেখায়। তথাকথিত পুনঃ বিয়ের নিকাহ নামায় বাদীর টিপসই বা স্বাক্ষর সম্পাদন করেনি। পরবর্তী বিয়ের বিষয়ে মুক্তার জানেন না বলে দাবী করেন তিনি। তার দাবী তাকে হেয় প্রতিপন্ন করতে এবং সামাজিকভাবে সম্মানহানি ও আর্থিক তিগ্রস্থ করতে কথিত নুরুন নাহার কাজী মোঃ জাকারিয়ার সহযোগিতায় এ ধরনের ভুয়া বিয়ে রেজিস্ট্রির কাগজ সৃস্টি করেছে। কথিত বিয়ে রেজিস্ট্রি বাতিল চেয়ে মুক্তার সংশ্লিষ্ট আদালতে ওই মামলা দায়ের করেন।