
ঢাকা: যু্দ্ধাপরাধের দায়ে অভিযুক্ত জামায়াত নেতা মীর কাশেম আলীর ঢাকার কাজী পাড়াস্থ বাসভবনে মীরপুর থানা পুলিশ ও গোয়েন্দারা আজ-সকালে নারকীয় তান্ডব চালিয়েছে।
মীর কাশেমের মেঝ ছেলে ও ট্রাইব্যুনালের অন্যতম আইনজীবী ব্যারিষ্টার আরমান জানান, পারিবারিক সম্পদ বাজেয়াপ্তের উপর নিম্ন আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও পুলিশ তাদের বাসায় হানা দেয় ও মালামাল তছনছ করে। পুলিশ কার নির্দেশে এমন করছে, জানতে চাওয়া হলে, “উপরের নির্দেশে আছে” বলা জানান।
আসবাস তছনছ এবং আবার হানা দেয়ার হুমকি দিয়ে চলে যায় আইন শৃংখলাকারি বাহিনী। পুলিশের এহেন আচরণে পুরো পরিবারের মধ্যে ক্ষোভ ও আতংক বিরাজ করছে।