হাসান মাহমুদ, লালমনিরহাট: ভারতের ১৫তম বিধান সভার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানের পর বাংলাদেশের স্পিকার ড. শিরীন শারমিনের সাথে একান্ত বৈঠকে ছিটমহল বিনিময় চুক্তি নিয়ে মোদির ইতিবাচক কথায় আবারও আশায় বুক বেধেছেন ছিটমহালবাসীরা। ৬৬ বছরের বন্দি-দশা জীবন থেকে মুক্ত হওয়ার আশা করছেন।
ভারত-বাংলাদেশ ছিলমহল বিনিময় চুক্তি বাস্তবায়ন সমন্বয় কমিটির লালমনিরহাট জেলা সাধারন সম্পাদক আজিজুল ইসলাম আশিক হোসেন জানান, ভারতের নির্বাচনের আগে যখন জানতে পারলাম বিজিবি সরকার আসছে তখন একটু হতাশ হয়েছিলাম। কিন্তু তারপর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বাংলাদেশের স্পিকার শিরীন শারমিনের বৈঠকে সীমান্ত চুক্তি নিয়ে ভারত সরকারের ইতিবাচক কথায় আমরা আবারও আশায় বুক বেধেছি। আশা করছি দ্রুত ছিটমহল সমস্যা সমাধান হবে।
১৯৪৭ সালে র্যাডকিফ কর্তৃক স্কেল দিয়ে ভারতের ম্যাপ বিভক্তের সময় কোচবিহার রাজ্যের রাজা শ্রী শ্রী শ্রীল শ্রী যুক্ত বাবু নারায়ণ ভুপ বাহাদুর ভারতীয় ইউনিয়ন এবং পাকিস্থানে যোগ না দিলে ব্রিটিশের অধীনে করদমিত্র রাজ্যে পরিণত হয়। পরবর্তীতে পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী বিধান চন্দ্র রায়ের কুটনৈতিক বিজয়ে কোচবিহার ভারতীয় ইউনিয়নে যুক্ত হলে ভারত ও পাকিস্থান অংশে বিভিন্ন মৌজায় রাজার খাস খতিয়ানভূক্ত জমি ভারতের অধীনে আসলে তৎকালীন পূর্বপাকিস্থানের অভ্যন্তরে ১১১টি ছিটমহালের সৃষ্টি হয়। সে সময় পূর্ব পাকিস্তানের ময়মনসিংহ কাশিমবাজার স্টেটের মহারাজা শ্রী শ্রী শ্রীল শ্রী যুক্ত বাবু শ্রীশ চন্দ্র নন্দী, কুড়িগ্রামের পাঙ্গারাজা শচীন চন্দ্র কোঙ্গার, দিনাজপুরের মহারাজা শ্রী শ্রী শ্রীল শ্রী যুক্ত বাবু গিরীজা প্রসাদ, রংপুরের রাজা জগৎ ভূপেন্দ্র নারায়ণ ও নীলফামারীর রাজা পাকিস্থানের সঙ্গে যুক্ত হলে ভারতীয় ভূ-খন্ডে নিজস্ব খাস জমিগুলোই বর্তমানের ৫১ ছিটমহাল।
ভারত ও বাংলাদেশের অভ্যন্তরে দু’দেশের ছিটমহালের সংখ্যা ১শ’ ৬২টি। ভারতের কোচবিহার জেলার দিনহাটা ও তুফানগঞ্জ মহকুমার অভ্যন্তরে বাংলাদেশের ছিটমহাল ৫১টি। যার আয়তন ৭১১০.২ একর। বাংলাদেশের অভ্যন্তরে ভারতের ১শ’ ১১টি ছিটমহাল। লালমনিরহাটে ৫৯, কুড়িগ্রামে ১২, পঞ্চগড়ে ৩৬, নীলফামারীতে ৪টি। এর আয়তন ১৭১৫৮.১৩ একর। জুলাই’১১ এর সর্বশেষ গণনায় ১৫৮ ছিটমহালের লোকসংখ্যা ৫১ হাজার।
১৯৫৮ সালে নেহেরু-নুন (ভারত-পাকিস্থান), ৭৪ এ মুজিব-ইন্দিরা (বাংলাদেশ-ভারত), ৯২-তে সমঝোতা এবং ২০১১ সালে ভারত-বাংলাদেশ প্রটোকল স্বার করে। কিন্তু সফতালতা আসেনি।
তারপর থেকে দু’দেশের মধ্যে কয়েকবার ছিটমহাল বিনিময় চুক্তি সমঝোতা স্বার হলেও তা বাস্তবায়ন হয়নি। সর্বশেষ গত বছরের আগস্ট মাসে ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যসভায় প্রটোকল সীমানা চুক্তি (ল্যান্ড বাউন্ডারি এ্যাগ্রিমেন্ট) বিল উত্থাপন হওয়ার কথা থাকলেও তা আশার মুখ দেখেনি।
ছিটমহালবাসীদের দাবী তারা নিজ ভূমে পরবাসী। একটি দেশের বাসিন্দা হয়ে সকল সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার গোতামারী ১৩৫/১ ও ১৩৫/২ ছিটমহালবাসী জানায়, পড়ালেখার শুরুতে আমাদের মিথ্যা কথা বলতে হয়। বাংলাদেশী পরিচয়ে আমরা বিদ্যালয়ে ভর্তি হয়েছি। তানা হলে আমাদের ভর্তি হয়না। আমরা পরিচয়হীন মানুষের মত বেঁচে আছি। না পারছি সন্তানদের পড়াশুনা করাতে। না পারছি ভাল চিকিৎসা সেবা নিতে। কেউ গুরুতর অসুস্থ হলে মিথ্যা পরিচয় দিয়ে রংপুরে চিকিৎসা করা হয় ।
আইন-শৃঙ্খলার ব্যবস্থা না থাকায় অপকর্ম বেড়েই চলেছে ছিটমহলে। ছিটের ভিতর বাংলাদেশী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রবেশ করতে না পারায় বিভিন্ন এলাকার তালিকাভূক্ত সন্ত্রাসী সেখানে আশ্রয় নেয়। ছিটমহলের বাসিন্দা মাহবুব আলী, আব্দুল লতিফ, জাহিদুলসহ বেশ কিছু যুবক এইচএসসি ও ডিগ্রি পাস করে এখনও বেকার। তারা এখন চাষাবাদ করছে। দণি গুতামারী ছিটমহলের আরেক বাসিন্দা আনিসুর রহমান (৬৫)। তার দুই ছেলে। বড় ছেলে আয়নাল হক হাতীবান্ধা কলেজে দ্বাদশ শ্রেণীতে ও ছোট ছেলে এনামুল একই কলেজে একাদশ শ্রেণীতে পড়ছে। নাম প্রকাশ না করে এক ছিটমহলবাসী জানান, ‘ছিটমহলবাসীর নামে পুলিশ মামলা নেয়, কিন্তু আমরা মামলার বাদী হতে পারি না। আমরা মামলা করতে পারি না। পুলিশ বলে- তোমরা তো ভারতের অধিবাসী, মামলা নেওয়া হবে না। ফলে গ্রাম্য সালিশ দিয়েই চলছে সব।
আর এক ছিটমহল বাসিন্দা আনিসুর রহমান বলেন, ‘ছিটমহল পরিচয় গোপন রেখে উত্তর গুতামারী গ্রামের বাসিন্দা হিসেবে ইউনিয়ন পরিষদ থেকে দুই ছেলের জন্মসনদ তোলা হয়েছে। তবে এটা সহজ কাজ না, কতজনকেই না ধরতে হয়েছে এ জন্য। জন্মসনদ নিয়ে দুই ছেলেকে স্কুলে ভর্তি করেছি, তারা এখন কলেজে পড়ছে।
দুই দেশেরই সরকারি কত সুযোগ-সুবিধা, এ ভাতা সে ভাতা চালু আছে। কিন্তু আমরা সবকিছু থেকেই বঞ্চিত। বিধবা ভাতা, বয়স্ক ভাতা, ছেলে মেয়েদের স্কুলের উপবৃত্তি কোনো কিছুই আমাদের জন্য নয়। কিন্তু কেন? এভাবে আর কতদিন আমরা নাগরিকত্বহীন হয়ে থাকব?
ভারতের কোচবিহারে অবস্থিত সিট মহল বিনিময় কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ও ভারত-বাংলাদেশ ছিলমহল বিনিময় চুক্তি বাস্তবায়ন সমন্বয় কমিটির মূখ্য সংযোগকারী দীপ্তিমান সেন গুপ্তের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, নতুন সরকারের সাথে ছিটমহল বিনিময় নিয়ে এখন পর্যন্ত কোন আলোচনা হয়নি কিন্তু আমরা আশাবাদী অতি দ্রুত এ চুক্তি বাস্তবায়ন হবে । তিনি আরো জানান, শুধু ছিটমহল বিনিময় চুক্তি নয় তিস্তা চুক্তিও অতি দ্রুত বাস্তবায়ন হবে।