• রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০২:৪৪ অপরাহ্ন |

পতিতাবৃত্তিতে রাজি না হওয়ায়…..

Lalmonirhat Pic-1লালমনিরহাট প্রতিনিধি: পতিতাবৃত্তিতে রাজী না হওয়ায় এক গৃহবুধর মাথা ন্যাড়া করে দিয়েছে তার শ্বাশুড়ী ও শ্বশুর বাড়ির লোকজন। বুধবার অভিযোগের ভিত্তিতে শ্বাশুড়ী মুক্তা বেগম কে গ্রেফতার করেছে কালীগঞ্জ থানা পুলিশ।
গৃহবুধ ও থানা পুলিশ সুত্র জানাগেছে, এক বছর পূর্বে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দক্ষিণ ভোটমারী মাস্টার পাড়া গ্রামের ফজিজার রহমানের মেয়ে সুচনা আক্তার লাইজুর(১৮) সাথে নীলফামারী জেলার জলঢাকা উপজেলার কিশামত খুটামারা ইউনিয়নের টেংগরমারী বটতলা গ্রামের আব্দুল্লাহ মিস্ত্রির ছেলে মাসুদ রানা (২৫) এর সাথে বিয়ে হয়। কেটে যায় ১১মাস। হঠাৎ গত মাসের মাঝামাঝি সময়ে শ্বাশুড়ী বাড়িতে নিয়ে আসে অপরিচিত ৩জন যুবককে। তাদের সাথে পতিতাবৃত্তি করতে বলে শ্বাশুড়ী মুক্তা বেগম। এতে রাজি না হয়ে বরং সুচনা ঘটনাটি তার বাবার বাড়িতে জানিয়ে দেয়। বাবার বাড়ীতে জানালে তার উপর নেমে আসে নির্যাতনের খড়ক। বেধরক মারপিট চালানো হয় ওই গৃহবুধর উপর। এখানেই থেমে থাকেনি স্বামী ও পরিবারের লোকজন। পতিতাবৃত্তির ঘটনা বাবার বাড়িতে জানানোর অপরাধে এক পর্যায়ে গত ২৬ মে সুচনাকে ঘুমের ঔষুধ খাইয়ে অচেতন করে তার শাশুড়ী, ননদ ও স্বামী মিলে চুল কেটে মাথা ন্যাড়া করে দেয়। এবং ১০ দিন যাবৎ ঘরে আটকিয়ে রেখে তার উপর চালায় অমানুষিক নির্যাতন। এ অবস্থায় সুচনা অসুস্থ হয়ে পড়লে গত সোমবার ০২-০৬-১৪. সুচনাকে নিয়ে তার শ্বাশুড়ী লালমনিরহাটের দক্ষিণ ভোটমারী গ্রামে তার বাবার বাড়ীতে আসে। সুচনাকে বাড়ীতে রেখে শ্বাশুড়ী মুক্তা বেগম ওই দিনই কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসী তাকে আটক করে। এরপর উভয় পরিবারের মধ্যে দু’দিনব্যাপী মিমাংসার চেষ্টা করে ব্যর্থ  হয়ে বুধবার দুপুরে মেয়ের বাড়ির লোকজন কালিগঞ্জ পুলিশকে খবর দেয়। খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ সুচনা ও তার শ্বাশুড়ীকে থানা নিয়ে আসে।
এ ব্যাপারে সুচনা আক্তার লাইজু বাদী হয়ে কালীগঞ্জ  থানায় একটি অভিযোগ দায়ের করেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল নীলফামারী জেলার জলঢাকা থানা হওয়ায় আসামী ও অভিযোগ পত্র জলঢাকা থানায় স্থানান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ