• শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৬:৩১ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে প্রাথমিকে নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার করায় আটক-৩ নীলফামারীতে গণজাগরণের সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত ফুলবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা কুয়াশা কেটে যাওয়ায় সাড়ে ৬ ঘন্টা পর সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক ঘন কুয়াশার কারনে সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইট উঠানামা ব্যাহত সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পেলেন মসিউর রহমান খানসামা উপজেলায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল পাচ্ছে ২৩ হাজার শিশু প্রধানমন্ত্রী নিজের নির্বাচনী এলাকা যাচ্ছেন আগামীকাল বাংলাদেশ সীড এসোসিয়েশন এর নির্বাহী সদস্য হলেন ডোমারের আনোয়ার হোসেন কাভার্ড ভ্যানে আগুন: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৩

রেকর্ড সাড়ে ৬৭ হাজার কোটি টাকার ঘাটতি বাজেট আজ

Bazedসিসিনিউজ: বিশাল বাজেট। ঘাটতিও বিশাল। এই ঘাটতির একটি বৃহৎ অংশ মেটানো হবে ব্যাংক থেকে ঋণ নিয়ে। এতে অবশ্য দেশের বেসরকারি খাত ব্যাংক ঋণ থেকে বঞ্চিত হওয়ার শঙ্কা রয়েছে পুরোপুরি। কিন্তু তাতে কী, ঋণ করে ঘি খাও।
বিদেশী সাহায্য প্রাপ্তিতে ঘোর অনিশ্চয়তা, ব্যাংক থেকে অধিক হারে কর্জ নেয়া ও জনগণের ওপর পরোক্ষ করের বোঝা চাপানোর মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার ২০১৪-১৫ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করা হচ্ছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বেলা ৩টায় জাতীয় সংসদে বাজেট পেশ করবেন, যার আকার নির্ধারণ করা হয়েছে দুই লাখ ৫০ হাজার ৫০৬ কোটি টাকা। চলতি অর্থবছরে বাজেট ছিল দুই লাখ ২২ হাজার ৪৯১ কোটি টাকা। আগামী অর্থবছরের বিশাল বাজেটের মধ্যে ঘাটতিই থাকবে ৬৭ হাজার ৫৪৯ কোটি টাকা। জিডিপি অংশ হিসেবে বাজেট ঘাটতির হার ৫ শতাংশ। অনেক বছর পর বাজেট এই অঙ্কের ঘর ছুঁয়ে গেল। চলতি অর্থবছরে এই ঘাটতির হার ছিল চার দশমিক ৬ শতাংশ
বাজেটে সামগ্রিক রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে এক লাখ ৮৩ হাজার কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে সংগ্রহের লক্ষ্যমাত্রা এক লাখ ৬৭ হাজার ৫০০ কোটি টাকা। অভ্যন্তরীণ খাত থেকে ঋণ নেয়া হবে ৪৩ হাজার ২৮৯ কোটি টাকা। এর মধ্যে ব্যাংক থেকেই ঋণ নেয়ার লক্ষ্যমাত্রা থাকবে ৩১ হাজার ২৫০ কোটি টাকা।
উচ্চাভিলাষী প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা : দেশে দেশী ও বিদেশী বিনিয়োগ নেই বললেই চলে। কিন্তু তাতে কী, আগামী বাজেটে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হচ্ছে উচ্চাভিলাষী। চলতি অর্থবছরে প্রবৃদ্ধি ৬ দশমিক ১২ শতাংশ হলেও আগামী অর্থবছরে তা নির্ধারণ করা হচ্ছে সাত দশমিক ৩ শতাংশ। আর মোট দেশজ উৎপাদন বা জিডিপি আকার হচ্ছে ১৩ লাখ ৩৯ হাজার ৫০০ কোটি টাকা।
মূল্যস্ফীতি : মূল্যস্ফীতির হার হবে গড়ে ৬ শতাংশÑ এ ধরনের একটি আশাবাদ ব্যক্ত করা হবে বাজেট বক্তৃতায়। কিন্তু বছর শেষে তা রক্ষা করা যাবে কি না তা নিয়ে শঙ্কা রয়েই যাচ্ছে।
জমির নিবন্ধন কর দ্বিগুণ হচ্ছে : ঢাকা ও চট্টগ্রাম শহরে জমির নিবন্ধন কর দ্বিগুণ করার প্রস্তাব দেয়া হচ্ছে আগামী অর্থবছরের বাজেটে। তবে সিটি করপোরেশন ও পৌরসভায় এই কর ৫০ ভাগ বৃদ্ধির প্রস্তাব করা হবে। এর ফলে এসব এলাকায় জমির দাম বৃদ্ধি পাবে। একই সাথে আগামী অর্থবছরে ঢাকা ও চট্টগ্রাম শহরে দাম হিসেবে নয় কাঠা হিসেবে নিবন্ধন কর দিতে হবে।
বিড়ি-সিগারেটের ওপর কর বাড়বে : বিড়ি ও সিগারেটের ওপর গড়ে দুই ভাগ কর বাড়ানোর প্রস্তাব করা হচ্ছে বাজেটে। ফলে এই পণ্য দু’টি দাম বেড়ে যাবে।
তৈরী পোশাক খাতের জন্য সুবিধা :  তৈরী পোশাক খাতের নগদ সহায়তার ওপর প্রদেয় কর দুই শতাংশ কমানো হচ্ছে। একই সাথে গার্মেন্ট খাতে আরো কিছু সুবিধা দেয়ার প্রস্তাব করা হবে।
এ দিকে ২০১৪-১৫ অর্থবছরের মহাজোট সরকারের দ্বিতীয় মেয়াদের প্রথম ও অর্থমন্ত্রী তার ব্যক্তিগত অষ্টম বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করবেন। এবারও পাওয়ার পয়েন্টের মাধ্যমে বাজেট উপস্থাপন করা হবে। বাজেট বক্তৃতা; বাজেটের সংক্ষিপ্ত সার; বার্ষিক আর্থিক বিবৃতি; সম্পূরক আর্থিক বিবৃতি; মধ্যমেয়াদি সামষ্টিক অর্থনৈতিক নীতি বিবৃতি; ডিজিটাল বাংলাদেশের পথে অগ্রযাত্রা : হালচিত্র, ২০১৪; বিদ্যুৎ ও জ্বালানি খাত উন্নয়ন : সাফল্যের অগ্রযাত্রা; রেল যোগাযোগ ব্যবস্থা : উন্নয়নের পথে অভিযাত্রা; বাংলাদেশে দারিদ্র্য ও অসমতা : উত্তরণের পথে যাত্রা; পর্যটন শিল্পের উন্নয়ন ও বিকাশ; জেলাভিত্তিক বাজেট বরাদ্দ, ২০১৪-১৫ (সিলেট, খুলনা, চট্টগ্রাম, টাঙ্গাইল, বরিশাল, রাজশাহী ও রংপুর জেলা); জেন্ডার বাজেট প্রতিবেদন; সংযুক্ত তহবিল প্রাপ্তি; অর্থনৈতিক সমীক্ষা; মঞ্জুরি ও বরাদ্দের দাবিগুলো (অনুন্নয়ন ও উন্নয়ন), মঞ্জুরি ও বরাদ্দের দাবিগুলো (উন্নয়ন); এবং মধ্যমেয়াদি বাজেট কাঠামো ওয়েবসাইটে প্রকাশসহ জাতীয় সংসদ থেকে সরবরাহ করা হবে। একই সাথে পরিকল্পনা কমিশন প্রণীত বার্ষিক উন্নয়ন কর্মসূচি : ২০১৪-১৫ এর একটি দলিল এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ প্রণীত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কার্যাবলি : ২০১৩-১৪ জাতীয় সংসদে পেশ করা হবে। নয়াদিগন্ত


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ