• শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৬:১০ অপরাহ্ন |

বন্দি বিনিময়ের গোপন ভিডিও প্রকাশ

79935_1আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যে বন্দি বিনিময়ের গোপন ভিডিও প্রকাশিত হয়েছে। ভিডিওটি প্রকাশ করেছে তালেবান।

বুধাবার প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে, আফগানিস্তানে তালেবানদের কাছে পাঁচ বছর বন্দি থাকা মার্কিন সেনা কর্মকর্তা বো বার্গদালকে কীভাবে যুক্তরাষ্ট্রের হাতে হস্তান্তর করা হয়।

ভিডিওতে আরো দেখা গেছে, হস্তান্তরের আগে বো বার্গদাল একটি পিক-আপ ট্রাকে বসে আছেন। এরপর পিক-আপ থেকে নেমে ওই সময়ে অবতরণ করা একটি হেলিকপ্টারের দিকে হেঁটে যান তিনি। আফগানিস্তানের খোস্ত প্রদেশের কোনো একটি জায়গায় বার্গদালকে যুক্তরাষ্ট্রের হাতে হস্তান্তরের কাজটি সম্পন্ন করেন তালেবানরা।

গত শনিবার গুয়ানতানামো বে কারাগারে বন্দি পাঁচ তালেবান যোদ্ধাকে মুক্তি দেওয়ার বিনিময়ে ছাড়া পান বো বার্গদাল।

তালেবানদের সঙ্গে বন্দি বিনিময়ের চুক্তি করায় প্রেসিডেন্ট বারাক ওবামার সরকার বিরোধী দল রিপাবলিকানের ব্যাপক সমালোচনার মুখে পড়ে। রিপাবলিকান আইনপ্রণেতারা দাবি করেন, এ চুক্তির ফলে বহির্বিশ্বে যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের নিরাপত্তা-বিশ্লেষকরাও এ চুক্তির সমালোচনা করেছেন।

বার্গদাল এখন জার্মানিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক হাসপাতালে আছেন, তিনি সুস্থ আছেন।
তথ্যসূত্র : বিবিসি অনলাইন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ