• রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০২:৪৭ অপরাহ্ন |

পুলিশের ব্যস্ততা: সৈয়দপুরে বেপরোয়া চোরাচালান সিন্ডিকেট

madokসাহবাজ উদ্দিন সবুজ, সিসিনিউজ: সৈয়দপুরে পুলিশের নানামুখী ব্যস্ততার সুযোগ নিয়ে চোরাকারবারি সিন্ডিকেট সক্রিয় হয়ে উঠেছে। ফলে জমজমাটভাবে চলছে অবৈধভাবে নিয়ে আসা ভারতীয় চোরাই পণ্যের ব্যবসা। এসবের মধ্যে রয়েছে শাড়ি, কাপড়, কসমেটিকস, ফেনসিডিল, হিরোইন, ইয়াবাসহ বিভিন্ন পণ্য।
এসব ব্যবসার সঙ্গে জড়িত সিন্ডিকেট সদস্যরা চোরাইমালের নিরাপদ ঘাঁটি বাণিজ্যিক শহর সৈয়দপুরে মজুদ করে সুবিধামতো দেশের অন্যান্য শহরগুলোতে সরবরাহ করছে। জনবল সংকট, ভিআইপি ডিউটি ও অপরাধ দমনের কার্যক্রম সামাল দিতে পুলিশসহ আইন-শৃংখলা রাকারী বাহিনীর সদস্যরা ব্যস্ত থাকায় চোরাকারবারিদের সিন্ডিকেটের সদস্যরা এর সুযোগ নিয়ে বেপরোয়া হয়ে উঠেছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। সূত্র জানায়, আইন-শৃংখলা পরিস্থতি নাজুক হয়ে ওঠার সুবিধা নিয়ে সৈয়দপুরের চোরাকারবারিদের ওই সিন্ডিকেট সক্রিয় হয়ে ওঠে। শহরের মনিহারি পট্টি, মসলা বাজার ও কাপড় মার্কেটে চলছে চোরাই পণ্যের রমরমা ব্যবসা। এছাড়া মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান কড়াকড়ি হওয়ায় মাদক চক্রের সদস্যরা এখন গ্রামাঞ্চলের পাড়া-মহল্লায় গড়ে তুলেছে মাদকের নিরাপদ ঘাঁটি। অবৈধভাবে এসব মালামাল আসায় আর্থিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বৈধ আমদানিকারকরা। কারণ তারা সরকারকে প্রতিটি পণ্যের বিপরীতে প্রচুর পরিমানে শুল্ক দিয়ে থাকেন। কিন্তু চোরাকারবারিরা ওইসব পণ্য অবৈধভাবে এনে তা কম মূল্যে বাজারজাত করায় এরা তির সম্মুখীন হচ্ছেন প্রতিনিয়ত।
সূত্রটির অভিযোগ, এসব অবৈধ ব্যবসা নির্বিঘ্ন করতে থানা পুলিশসহ অন্যান্য বাহিনীকে ম্যানেজ করতে ওই ব্যবসায়ীদের পক্ষে একজন ক্যাশিয়ার নিযুক্ত করা হয়েছে। ক্যাশিয়ারের কাজ হচ্ছে চোরাকারবারি সদস্যদের অর্থ আদায় করে প্রশাসনের কর্তা ব্যক্তিদের কাছে পৌঁছে দেয়া। চোরাকারবারি সিন্ডিকেট ভারতীয় শাড়ি কাপড়, জিপসী, লেহেঙ্গা, থ্রীপিচ, টুপিচ, শার্ট ও প্যান্ট পিসসহ বিভিন্ন ধরণের বাহারি পোশাক সৈয়দপুরে মজুদ করছে। পুলিশের নানামুখী ব্যস্ততায় চোরাই পণ্যের ব্যবসা জমজমাটভাবে চলছে। অপরদিকে পুলিশি তৎপরতায় সৈয়দপুরে মদ, গাঁজার ব্যবসায় ভাটা পড়লেও হিরোইন, ফেনসিডিলের ব্যবসা চলছে জমজমাটভাবে। শহরের চিহিৃত স্পটগুলো সরিয়ে নিয়ে নীলফামারী সদরের শিমুলতলী, চিরিরবন্দরের দেবীগঞ্জের ক্যানেলের পাড়, চম্পাতলী সংলগ্ন হাই স্কুল মাঠ, পার্বতীপুরের বেলাইচন্ডীসহ অজানা স্থানে গড়ে তুলেছে ঘাঁটি। এখান থেকে মাদক ব্যবসায়ীরা হিরোইন, ফেনসিডিল, ইয়াবা সরবরাহ করছে বিভিন্ন এলাকায়।
অবৈধ ব্যবসায়ীদের ক্যাশিয়ারের মাধ্যমে কর্তা ব্যক্তিদের হাতে পৌঁছে যায় টাকা – এমন ধরনের ঘটনা জানা নেই বলে জানান সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহিদার রহমান। তিনি জানান, দূর-দূরান্তের মাদকের ওইসব স্পটগুলো সম্পর্কে খোঁজ নেয়া হচ্ছে এবং উর্ধতণ কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ