• শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৮:২১ অপরাহ্ন |

দিনাজপুর চেম্বারের নির্বাচনে মনোনয়নপত্র দাখিল

Chamber Pic-02দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি-২০১৪ এর দ্বি-বার্ষিক নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে রেজা হুমায়ূন ফারুক (শামিম চৌধুরী) নেতৃত্বে প্রগতিশীল ব্যবসায়ী পরিষদ তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। বৃহস্পতিবার দুপুরে চেম্বার ভবনে নির্বাচন সহকারী কমিশনার অশোক কুমার কুন্ডু ও গোলাম নবী দুলালের নিকট মনোনয়নপত্র দাখিল করেন।
ওই প্যানেলের প্রার্থীরা হলেন-রেজা হুমায়ূন ফারুক (শামিম চৌধুরী), মোঃ আতাউর রহমান চৌধুরী, সত্য ঘোষ, সহিদুর রহমান পাটোয়ারী মোহন, জহির শাহ, মোঃ খলিলুর রহমান, মোঃ সুজা-উর-রব, শ্যামল কুমার ঘোষ, সাজেদুল আবেদীন শাহীন, মোঃ মনোয়রুর হক, মোঃ আকতারুজ্জামান জুয়েল, রঞ্জিত বসাক, মোঃ আনিছুর রহমান সাগর, মোঃ রফিকুল ইসলাম শাহ, মোঃ সানোয়ার হোসেন, মোঃ আশরাফুজ্জামান, মোঃ শাহীনুর রেজা শাহীন, মোঃ ইসতিয়াক আহমেদ, মোঃ সাইফুর রহমান ও মনিরুজ্জামান সুলতান।
অপরদিকে বৃহস্পতিবার বিকেলে দিনাজপুর চেম্বারের বর্তমান সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মোছাদ্দেক হুসেন’র নেতৃত্বে আরেকটি প্যানেল তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
আগামী ৫ জুলাই দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠত হবে। সাধারণ ১৯টি পদ, গ্রুপ এসোসিয়েট ও সহযোগি সদস্য পদে ১জন করে মোট ২১টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। জেলায় মোট ১১২১ জন ব্যবসায়ী ভোটার ভোট প্রদান করবেন। এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশানারের দায়িত্ব পালন করবেন এ্যাডভোকেট আশফাক আহমেদ ও সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন অশোক কমার কুন্ডু ও গোলাম নবী দুলাল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ