সিসিনিউজ: সিলেটে ওসমানী মেডিকেল কলেজে ছাত্রদলকর্মী তাওহীদুল ইসলামের হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে রবিবার সিলেটে অর্ধ দিবস হরতাল ডেকেছে বিএনপি। আজ সকালে তাওহীদুলের জানাজা শেষে মহানগর বিএনপির সভাপতি এম এ হক এ ঘোষণা দেন। অন্যদিকে একই দাবিতে আজ সকাল থেকে ছাত্রদলের ডাকে মেডিকেল কলেজে লাগাতার ধর্মঘটে চলছে। এর আগে গতকাল সন্ধ্যায় তাওহীদকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে ছাত্রলীগকর্মীরা। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।