লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার পশ্চিম সারডুবী গ্রামে বৃহস্পতিবার মধ্যরাতে ধর্ষণের বিচার না পেয়ে আত্মহত্যা করেছে লতা আক্তার নিশি (১৮)। ওই উপজেলার পশ্চিম সারডুবী গ্রামের সিরাজুল ইসলামের কন্যা বলে জানাগছে।
স্থানীয় এলাকাবাসী জানান, ওই এলাকার জমির উদ্দিনের পুত্র রাবিউল ইসলাম ও একই গ্রামে সিরাজুল ইসলামের মেয়ে লতা আক্তার নিশিকে গত ৩ মাস ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে দৈহিক মেলামেশা করে আসেছে। সম্প্রতি রবিউল নিশিকে বিয়ে করতে রাজি না হলে গত ১৫ দিন আগে নিশি হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ করেন। পরে স্থানীয় একটি সালিশে মেয়ের বিয়ে না দিয়ে কতিপয় ক্ষমতাসীন মাতাব্বরের সহযোগিতায় রবিউলের ৫২ হাজার টাকা জরিমানা নিয়ে ঘটনাটি মিমাংসা করে ফেলেন নিশির পিতা সিরাজুল ইসলাম। পছন্দের পাত্রকে বিয়ে করতে না পেয়ে পিতার সাথে অভিমান করে বৃহস্পতিবার মধ্য রাতে বাড়ির পাশে বাঁশঝাড়ে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন নিশি।
এ ঘটনায় শুক্রবার সকালে নিশির বাবা সিরাজুল ইসলাম বাদী হয়ে ধানায় একটি মামলা দায়ের করে। পুলিশ আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে শুক্রবার বিকেলে রবিউলের মা জাহেরা বেগম ও ছোট ভাই সুমনকে গ্রেফতার করেছে এবং লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন।
বড়খাতা ইউনিয়ন চেয়ারম্যান আবু হেনা মোস্তফা জামাল সোহেল জানান, বিচার না পেয়ে মেয়েটি অাত্মহত্যার পথ বেছে নেয়।
হাতীবান্ধা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আগে নিশির পরিবারের পক্ষ থেকে কোন ধরনের অভিযোগ পাওয়া যায়নি তবে আজ আত্মহত্যার প্রচারনার অভিযোগে একটি মামলা হয়েছে ও দুইজন আসামী গ্রেফতার করা হয়েছে ।