সিসিনিউজ: দিনাজপুরের খানসামা উপজেলা প্রেসক্লাবের ১৩ সদস্য বিশিষ্ট একটি দ্বি-বার্ষিক পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে নূর ইসলাম শাহ (দৈনিক উত্তরবাংলা) সভাপতি এবং আমিনুল ইসলাম (দৈনিক করতোয়া) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শুক্রবার সকাল ১০টায় উপজেলার পাকেরহাট ডাকবাংলা চত্ত্বরে ধীমান চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে ১৩ সদস্য বিশিষ্ট দ্বি-বার্ষিক পূর্ণাঙ্গ কমিটিতে সিসিনিউজ সম্পাদক জসিম উদ্দিনকে উপদেষ্টা করা হয়। এতে অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি ধীমান চন্দ্র দাস (আজকের দেশবার্তা), সহ-সভাপতি সিদ্দিক হোসেন (দৈনিক অবজারভার), যুগ্ম সাধারণ সম্পাদক নুর ইসলাম (ফটো সাংবাদিক), সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম (দৈনিক তিস্তা), প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহানুর রহমান শাহীন (দেশবার্তা ২৪ নিউজ), দপ্তর সম্পাদক গোলাম কিবরিয়া রনি (প্রথম খবর), তথ্য, গবেষণা ও সাহিত্য সম্পাদক নুরনবী শাহ (ফটো সাংবাদিক), কোষাধ্যক্ষ কানাই লাল রায় (রুরাল নিউজ সার্ভিস), সদস্য জামাল উদ্দিন (বাংলাদেশ সময়), মিজানুর রহমান (আজকালের খবর) এবং আবু হানিফ (ফটো সাংবাদিক) প্রমূখ।