ঢাকা: আগামী ডিসেম্বরে মধ্যেই পে-কমিশনের রিপোর্ট পাওয়ার পর তা বাস্তবায়ন করা হবে বলে আশা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
শুক্রবার বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী মুহিত বলেন, করমুক্ত আয়ের সীমা আমাদের দেশে যেভাবে বাড়ানো হয় সেভাবে বিশ্বের কোনো দেশে বাড়ানো হয় না। বিশ্বের ধনী দেশেও এভাবে বাড়ানো হয় না। ২ লাখ ২০ হাজার টাকা আগামী ১০ বছরের জন্য নির্ধারণ করতে চেয়েছিলাম। কিন্তু প্রধানমন্ত্রীর আপত্তির কারণে তা সম্ভব হয়নি।
মোবাইলের দাম বাড়ানোকে কিভাবে দেখছেন’ এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, যে পরিমাণ দাম বাড়ানো হয়েছে তা খুব একটা বেশি না। গরিব দেশ হিসেবে দেশে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা বেশি হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, এনবিআরের চেয়ারম্যান গোলাম হোসেন প্রমুখ।