• শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০৫:২৩ পূর্বাহ্ন |

কুষ্টিয়ায় বিএনপির দেড়শতাধীক নেতাকর্মী আওয়ামীলীগে যোগদান

BNP-Aumalig-300x165সিসিনিউজ: কুষ্টিয়ায় দেড়শতাধিক বিএনপি নেতাকর্মীরা আওয়ামীলীগের যোগদান করেছেন। শনিবার সকালে কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের কার্যালয়ের ঐতিহাসিক ৭জুন ৬দফা দিবস পালন উপলক্ষে আলোচনাসভায় তারা এ যোগদান করেন।

জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আজগর আলী তাদের ফুল দিয়ে বরণ করে নেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম।

কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের আয়োজনে ঐতিহাসিক ৭জুন ৬দফা দিবস পালন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আজগর।

এসময় তিনি তার বক্তব্যে বলেন, ৬-দফার মূল বক্তব্য ছিল প্রতিরক্ষা ও পররাষ্ট্র বিষয় ছাড়া সব ক্ষমতা প্রাদেশিক সরকারের হাতে থাকবে। পূর্ববাংলা ও পশ্চিম পাকিস্তানে দুটি পৃথক ও সহজ বিনিময়যোগ্য মুদ্রা থাকবে। বঙ্গবন্ধু ঘোষিত ৬-দফা দাবির মুখে পাকিস্তানের তৎকালীন সামরিক শাসক আইয়ুব খান বিচলিত হয়ে পড়েন। তিনি হুমকি দিয়ে বলেন, ৬-দফা নিয়ে বাড়াবাড়ি করলে অস্ত্রের ভাষায় উত্তর দেয়া হবে। পাকিস্তানি জান্তার হুমকি সত্বেও সেদিন ৬-দফাকে বাঙালির বাঁচার দাবি হিসেবে অভিহিত করেন। শাসকগোষ্ঠী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ অন্যান্য নেতাকে বিভিন্নভাবে হয়রানি করে এবং ৬ দফার পক্ষে প্রচারকালে বঙ্গবন্ধু গ্রেফতার করে। পরবর্তী সময়ে ঐতিহাসিক ৬-দফাভিত্তিক নিয়মতান্ত্রিক আন্দোলনই ধাপে ধাপে বাঙালির স্বাধীনতা সংগ্রামে পরিণত হয়। বঙ্গবন্ধু ৬দফার মধ্য দিয়ে বাঙালী জাতির মুক্তির জন্য স্বাধীনতার বীজ বোপন করেছিলেন।

সভাপতির বক্তব্যে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম বলেন, বঙ্গবন্ধুর ৭জুনের ৬দফা দিবসের এ দাবির স্বপক্ষে বাঙালি জাতির সর্বাত্মক রায় ঘোষিত হয় ১৯৭০ সালের ঐতিহাসিক সাধারণ নির্বাচনের মধ্য দিয়ে। ওই নির্বাচনে আওয়ামী লীগকে সংখ্যাগরিষ্ঠ আসনে বাঙালিরা বিজয়ী করে। অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধুর দলকে জনগণ বিজয়ী করলেও স্বৈরাচারী পাক শাসকরা বিজয়ী দলকে সরকার গঠন করতে না দিলে আবারও বঙ্গবন্ধু জাতিকে ঐক্যবদ্ধ করে স্বাধীনতার পক্ষে আন্দোলন শুরু করেন। এরই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর নেতৃত্বে ১৯৭১ সালের সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে অভ্যুদয় ঘটে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের।
শহর আওয়ামীলীগের সভাপতি তাইজাল আলী খান, জেলা কৃষকলীগের সভাপতি মতিয়ার রহমান মজনু, সাধারন সম্পাদক লিয়াকত আলী, জেলা আ’লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড.হারুন-অর-রশিদ, বন ও পরিবেশ সম্পাদক মীর শওকত আলী বকুল, স্বাস্থ্য সম্পাদক রবিউল হক খান, উপ-দপ্তর সম্পাদক হাসানুল আসকর হাসু, সদস্য হাজী সেলিনুর রহমান, কুষ্টিয়া সদর উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. আক্তারুজ্জামান মাসুম, শ্রমিকলীগের সভাপতি গোলাম মোস্তফা, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আখতারুজ্জামান লাবু, জেলা ছাত্রলীগের সভাপতি আলী মোর্ত্তজা খসরু, সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ জেলা আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ ও এর অঙ্গ সংগঠনের তৃণমূল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ