পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: পার্বতীপুরে বজ্রপাতে একই পরিবারের মা-মেয়েসহ ৫জন আহত হয়েছে। শনিবার সকালে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করা হয়। আহতরা হলেন, উপজেলার হাবড়া ইউনিয়নের রসুলপুর গ্রামের মজিবর রহমানের স্ত্রী মোস্তফা খাতুন (৪৫) মেয়ে মোসরেফা খাতুন (১২), আজিবার রহমানের কণ্যা রাজিয়া খাতুন (১৪) ভবানীপুর শেরপুর গ্রামের আযম আলীর কণ্যা গোলাপী বেগম (১৭) ও সেকেন্দার আলীর স্ত্রী শাহানাজ পারভীন (৪৫)। মিলন ইসলাম বলেন, মাও আমার বোন বাড়ীর বারান্দায় বসে গল্প করছে। এসময় বজ্রপাতে তাদের ডান হাত ও ডান পা ঝলসে যায়।