আন্তর্জাতিক ডেস্ক : গুয়ান্তানামো কারাগার থেকে মুক্তি পাওয়া তালেবান কমান্ডাররা ঘোষনা দিয়েছেন তারা আফগানিস্থানে ফিরে আবারও মার্কিন সেনাদের বিরুদ্ধে যুদ্ধে নামবেন।
মুক্তি পাওয়া তালেবান কমান্ডার মোল্লা নুরুল্লাহি নুরি বলেছেন, আফগানিস্তান ফিরে আবার মার্কিন সেনাদের বিরুদ্ধে লড়াই শুরু করবেন তিনি।
গত ৩১ মে মার্কিন সেনা বাউ বার্গডালের মুক্তির বিনিময়ে গুয়ান্তনামো কারাগার থেকে তালেবানের পাঁচ বন্দিকে মুক্তি দেয়া হয়। আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশে তালেবানদের হাতে প্রায় পাঁচ বছর বন্দি থাকার পর কাতারের মধ্যস্থতায় বার্গডালের মুক্তির জন্য আমেরিকা বন্দি বিনিময় চুক্তি করে। চুক্তির আওতায় তালেবান পাঁচ কমান্ডার মুক্তি পান এবং তাদেরকে কাতারে পাঠানো হয়। বর্তমানে তারা কাতারের একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
আফগান সরকারকে পাশ কাটিয়ে যে বন্দি বিনিময় চুক্তি করা হয়েছে তার বিরুদ্ধে তীব্র ভাষায় সমালোচনা করেছেন আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই।