ঢাকা : বাজেটে কৃষি খাতে বরাদ্দ বাড়ানোর দাবি জানিয়েছে ইকুইটি বিডি নামের একটি সংগঠন।
রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন কৃষক ফেডারেশন, বাংলাদেশ ভূমিহীন সমিতি, কোস্ট ট্রাস্ট, বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনসহ বেশ কয়েকটি সংগঠনের নেতারা।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ২০১৪-১৫ বাজেটে কৃষির জন্য মোট বরাদ্দ রাখা হয়েছে জাতীয় বাজেটের মাত্র ৪.৯৫ শতাংশ। অথচ পার্শবর্তী দেশ ভারতে জাতীয় বাজেটে বরাদ্দ রাখা হয় মোট বাজেটের ৭ শতাংশেরও বেশি। ভারতে গত ১২-১৩ অর্থবছরের বাজেটে কৃষিতে পূর্ববর্তী বাজেটের চেয়ে ১৯.৭৩ শতাংশ বাড়ানো হয়েছে। কিন্তু সে তুলনায় বাংলাদেশে তা করা হয়নি।
বক্তারা আরও বলেন, অপর্যাপ্ত বরাদ্দ ভবিষ্যতে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে বাধা হতে পারে। তাই কৃষিখাতে বরাদ্দ বাড়ানো দরকার।