সিসিনিউজ ডেস্ক: যুদ্ধপীড়িত কঙ্গোর সেনারা সারা রাত টহল দিয়ে বেড়ান। তবে যুদ্ধের জন্য নয়, নারী শিকারের জন্য। মিনোভায় নারীরা তাদের বাড়ি থেকে পালিয়ে ঝোপের মধ্যে লুকিয়ে থাকেন। কারণ তারা জানেন, ধরা পড়লে ধর্ষণ, এমনকি হত্যারও শিকার হবেন তারা।
কঙ্গোর পূর্বাঞ্চলে সম্প্রতি সৈন্যদের গ্রামাঞ্চল থেকে শহরে ফেরার নির্দেশ দিয়েছে সেনাবাহিনী। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের এ নির্দেশ ঘৃণাভরে প্রত্যাখ্যান করে প্রায় ২ হাজার যুব সেনা ফাঁকা গুলি বর্ষণ করে প্রতিবাদ জানিয়েছেন।
পরে এক কমান্ডার তাদের আদেশ দিয়ে বলেন, ‘যাও এবং ধর্ষণ করো।’ সৈন্যরা তার আদেশ আনন্দের সঙ্গে মান্য করে।
এক সৈন্য বলেন, ‘এটি সত্য যে আমরা এখানে ধর্ষণ করি। আমরা নারীদের খুঁজে পাই। কারণ তারা পালাতে পারে না। আপনি তাদের দেখবেন, ধরবেন, নিয়ে যাবেন এবং নিজের মতো করে সময় কাটাবেন।’
ওই সৈন্য আরো বলেন, ‘অনেক সময় আপনি তাকে হত্যা করবেন। ধর্ষণ শেষে আপনি তার সন্তানকে মেরে ফেলবেন। সত্যি বলতে কি, ধর্ষণ করলে আমরা মুক্ত অনুভব করি।’
২০১২ সালের নভেম্বরের এক রাতে মিনোভায় ব্যাপক ধর্ষণ চলাকালীন এমনই এক তিক্ত অভিজ্ঞতার শিকার হন এনজিরা। তিনজন মিলে তাকে একসঙ্গে আক্রমণ করে। এদের মধ্যে দুজন তাকে সামনে থেকে আক্রমণ করে। এনজিরা বলেন, ‘অন্যজন জানায় যে সে যাবে না। সে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে। আমার মনে হচ্ছিল, আমি মারা যাব।’
এর আগে জঙ্গি সংগঠনগুলো কঙ্গোর নারীদের ধর্ষণ করত। এখন তারা কঙ্গোর সেনাবাহিনীর মাধ্যমেই ধর্ষিত হচ্ছে। এনজিরা বলেন, ‘আমি তাদের মুখ দেখতে পারিনি। কেউ আপনার চোখে আঘাত করলে আপনি তাদের কীভাবে দেখতে পাবেন? কেউ আপনার মুখে বন্দুকের নল ঢুকিয়ে দিলে আপনি কীভাবে তার মুখ দেখতে পাবেন?’
কঙ্গোয় বেঁচে থাকা ধর্ষিতাদের সহায়তায় একটি উদ্ধারকেন্দ্রের প্রতিষ্ঠাতা মাসিকা বলেন, ‘তারা আমাকে বসিয়ে রেখে নির্যাতন শুরু করে। ধর্ষিতাদের সহায়তায় কাজ শুরুর পর থেকে এ পর্যন্ত আমাকে তিনবার ধর্ষণ করা হয়েছে। তারা আমাকে পেটায়, নির্যাতন করে এবং মৃত্যুর হাতে ছেড়ে দেয়।’
মাসিকা আরো বলেন, ‘ধর্ষণের পর আমাদের গায়ে থুতু ছিটানো হয়। এমন এক অভিজ্ঞতার পর আমার আত্মহত্যা করতে ইচ্ছে হয়েছিল।’
মিনোভায় ব্যাপক ধর্ষণ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আমেরিকার জনস্বাস্থ্য-বিষয়ক একটি জার্নালের এক গবেষণায় দেখা গেছে, কঙ্গোতে প্রতিদিন ১ হাজার ১৫২ জন এবং প্রতি ঘণ্টায় ৪৮ নারী ধর্ষণের শিকার হন।
কঙ্গোতে ২০০৩ সালে আনুষ্ঠানিকভাবে সংঘর্ষ শেষ হলেও যুদ্ধ এখনো থামেনি। প্রায় দুই দশক আগে সৃষ্ট যুদ্ধে এখন পর্যন্ত প্রায় ৫০ লাখ মানুষ মারা গেছে। এ সময়ের মধ্যে ধর্ষণ ছিল একটি নিত্যনৈমিত্তিক ঘটনা। কঙ্গোর মোট নারী জনসংখ্যার ১২ শতাংশ কমপক্ষে একবার জীবনে ধর্ষণের শিকার হয়েছে।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া