• শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৩:৩০ অপরাহ্ন |

২৫ বছরেও শীর্ষে ‘বেদের মেয়ে জোসনা’ !

Baderসিসিনিউজ: ১৯৮৯ সালের ৯ জুন মুক্তি পেয়েছিল বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে ব্যবসা সফল ছবি ‘বেদের মেয়ে জোসনা’। ছবিটি মুক্তির ২৫ বছরে পদার্পণ যেন বাংলা চলচ্চিত্রের সোনালী যুগের কথা আরেকবার মনে করিয়ে দেয়।
‘বেদের মেয়ে জোসনা’ বাংলাদেশের এ পর্যন্ত সর্বোচ্চ আয়ের ব্যবসা সফল সিনেমা। এর আয় এবং জনপ্রিয়তার ধারে কাছেও যেতে পারেনি বাংলাদেশের কোনও ছবি। ৪০ কোটিরও বেশি টাকা আয় করে ছবিটি।
সেসময় দলে দলে পরিবারের নারী সদস্যরা রাজারপুত্র আর দরিদ্র বেদেকন্যার প্রেমকাহিনী দেখতে মাসের পর মাস সিনেমা হলে ভিড় করেছিল। অথচ মুক্তির প্রথম সপ্তাহে তেমন সাড়া না জাগাতে পারলেও পরবর্তীতে হামলে পড়ে দর্শক। পরে হিট থেকে সুপার হিট, সুপার-ডুপার, বাম্পার মেগা হিট হয়ে যায়। পরিবেশক আনন্দমেলা দ্বিতীয় সপ্তাহেই নতুন করে নেগেটিভ প্রিন্ট করে আরও বেশি হলে মুক্তি দেয়।
আব্বাসউল্লাহ শিকদার ও মতিউর রহমান পানুর মালিকানায় আনন্দমেলা চলচ্চিত্র লিমিটেড-এর ব্যানারে তোজাম্মেল হক বকুলের কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনায় ছবিটি নির্মিত হয়। পরিচালক বকুল এ ছবিতে ফোকধারার ১১ টি গান রাখেন যার ১০টি গানই নিজেই লিখেছেন। গানগুলোর মধ্যে রুনা লায়লা ও এ্যান্ড্রু কিশোরের কণ্ঠের ‘বেদের মেয়ে জোসনা আমায় কথা দিয়েছে’ ও মুজিব পরদেশী’র কণ্ঠে ‘আমি বন্দি কারাগারে’ গান দুটো দারুণ জনপ্রিয়তা লাভ করে।

চলচ্চিত্রের নাম ভূমিকায় অভিনয় করেন অঞ্জু ঘোষ। নায়ক ছিলেন ইলিয়াস কাঞ্চন। ছবিটি এতটাই আলোচিত হয়েছিল যে ১৯৯১ সালে মতিউর রহমান পানুর পরিচালনায় বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় রিমেক হয় এটি। ইলিয়াস কাঞ্চনের জায়গায় শুধু অভিনয় করেছিলেন কলকাতার চিরঞ্জিৎ । বাংলাদেশ-ভারতের প্রথম প্রযোজনার এ ছবিটিও সেসময় দারুণ ব্যবসা সফল হয়েছিল দুই বাংলাতেই।

ইলিয়াস কাঞ্চন বলেন, “এটা যদি বাংলাদেশে না হয়ে হলিউডে নির্মিত হতো তাহলে এই ছবিটি জায়গা করে নিতো পাঠ্যবইয়ে। কাজ হতো নানানভাবে। গবেষণা করা হতো। কিন্তু এদেশে তেমন কিছুই হয়নি। একটা ছবি কেন এত ব্যবসা করল তা নিয়ে কেউ তেমন গবেষণা এবং জানারও চেষ্টা করলো না। এটা করলে আরও সফল ছবি এদেশে নির্মাণ হতো। কয়েক মাস আগে হল্যান্ডের এক সাংবাদিক এদেশে অাসেন ছবিটি নিয়ে একটি ডকুমেন্টারি বানাতে। অথচ এদেশের কেউ এটা নিয়ে কোনও আগ্রহ দেখায়নি।”

উৎসঃ   বাংলা ট্রিবিউন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ