• বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৩:৪০ পূর্বাহ্ন |

সাড়ে ৪০০ কোটি টাকা ছাড়িয়েছে ডিএসইর লেনদেন

jakia..share 1_27018ঢাকা : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার মূল্যসূচক কিছুটা কমলেও লেনদেন সাড়ে ৪০০ কোটি টাকা ছাড়িয়েছে।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, মঙ্গলবার ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১৪ পয়েন্ট কমে ৪ হাজার ৪০১ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ৪ পয়েন্ট কমে ১ হাজার ৬২৪ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ২ পয়েন্ট কমে ১ হাজার ১২ পয়েন্টে স্থির হয়।
এদিন ডিএসইতে লেনদেন হয় মোট ৪৫২ কোটি ২৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১০৩টির, কমেছে ১৬১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির দাম।
টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- লাফার্জ সুরমা, বিএসআরএম স্টিল, জিপিএইচ ইস্পাত, ইস্টার্ন হাউজিং, বিডি বিল্ডিং, এমজেএল বাংলাদেশ, সামিট পাওয়ার, ডেল্টা লাইফ, জেনারেশন নেক্সট ও গ্রামীণফোন।
অন্যদিকে সিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন সিএসইর সিএসসিএক্স সূচক সামান্য কমে ৮ হাজার ৩৬৫ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৭১ পয়েন্ট বেড়ে ১১ হাজার ০৭ পয়েন্টে দাঁড়ায়।
এ স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া ২১৯টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৭১টির, কমেছে ১২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির দাম।
লেনদেন হয় মোট ৩০ কোটি ০৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ