সিসিনিউজ: জাতীয় সংসদে ৯ জুনের অধিবেশনে নীলফামারী ৪ আসনের সাংসদ আলহাজ্ব শওকত চৌধুরী স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে সৈয়দপুর পৌরসভায় বাৎসরিক বরাদ্দ না দেওয়ার আহবান জানান। এরই প্রেেিত সৈয়দপুর পৌর মেয়র অধ্যক্ষ আমজাদ হোসেন সরকার তার কে একটি সংবাদ সম্মেলন করেন। মঙ্গলবার দুপুরে এ সম্মেলনে উপজেলার বিভিন্ন দৈনিক, আঞ্চলিক ও সাপ্তাহিক পত্রিকার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সম্মেলনে মেয়র বলেন, মডেল সিডিউল অনুযায়ী কর নির্ধারণ হলে কেউ দিতে পারবে না। এমনিতেই নির্ধারিত করের প্রতি অর্থবছরে ৪ ভাগের ১ ভাগ আদায় হয়। এ টাকা দিয়ে সড়ক, ড্রেন, কালভার্ট সংস্কার ও নির্মাণ, বিদ্যুৎ, পানি, পরিস্কার-পরিচ্ছন্নতা ও কর্মচারীদের বেতন দেয়া সম্ভব নয়। এতে এ শহর আবর্জনার স্তুপে পরিণত হবে। আর সকল সেবামূলক খাতগুলোর বেহাল অবস্থা হবে। অথচ মাননীয় সাংসদ এ শহরের উন্নয়নে বিরোধীতা করে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে উন্নয়নমূলক খাতের অর্থ না দেয়ার আহবান জানান জাতীয় সংসদে। অথচ ওই সাংসদ তার নিজের ৬০ ভাগ কর মওকুফের জন্য মেয়র বরাবর আবেদন করেন। তিনি আরও বলেন, যদি মন্ত্রণালয় অর্থ বরাদ্দ বন্ধ করে দেয় তাহলে পৌরসভার সকল কর্মচারী কর্মবিরতি রেখে আন্দোলনে নামবে। তিনি সৈয়দপুরের উন্নয়নের স্বার্থে সংশ্লিষ্ট দপ্তরের কাছে ব্যক্তিস্বার্থ চরিতার্থকারীর আহবানের দাবি না মানার জন্য অনুরোধ করেন।