বিনোদন ডেস্ক: লর্ড বলপেন-এর বিজ্ঞাপন কিংবা নাটক প্রেমে পড়ার গল্প, কাছে দূরে, হ্যাঁ/না, উচ্চতর পদার্থ বিজ্ঞান যারা দেখেছেন তারা নিশ্চয়ই নাট্যাভিনেত্রী সোনিয়াকে খুব সহজেই চিনতে পারছেন। খুব বেশিদিন অভিনয় থেকে দূরে ছিলেন না। বলা যায় মাত্র চারটি বছর। এই চার বছর পড়াশুনা আর চাকরি নিয়েই ব্যস্ত ছিলেন সোনিয়া। পড়াশুনা শেষ করে চাকরির পর এখন সোনিয়া রাজধানী ঢাকাতেই আছেন। ফিরে এসেই তিনি আবারো তার পুরনো জায়গায় ব্যস্ত হয়ে উঠতে চাইছেন। এরইমধ্যে কয়েকজন নাট্যপরিচালকের সঙ্গে কথাও হয়েছে। খুব শিগগরিই অভিনয়ে ফিরছেন সোনিয়া। ২০০৩ সালে ও লেভেল শেষ করার পরপরই ইউ গট দ্যা লুক এ নাম লেখিয়ে সেরা পাঁচজনের একজন হয়েছিলেন সোনিয়া। স্টিল টিভিসি দিয়ে মিডিয়াতে পেশাদারী কাজ শুরু হলেও মূলত তিনি আলোচনায় আসেন বিজ্ঞাপনের মডেল হিসেবে কাজ করে এবং নাটকে অভিনয় করে। তন্ময় তানসেনের নির্দেশনায় সোনিয়া প্রথম মডেল হন লর্ড বলপেন এর বিজ্ঞাপনে। গিয়াস উদ্দিন সেলিমের নির্দেশনায় তিনি প্রথম অভিনয় করেন প্রেমে পড়ার গল্প নাটকে। এর পর অসংখ্য নাটকে কাজ করেন। ২০১০ সালে সোনিয়া ল-নের নিউ ক্যাসলের নর্থাম্বিয়া ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন আইন বিষয়ে। এরপর সেখানে দু’বছর চাকরিও করেন ব্রডকাস্টিং চ্যানেল স্কাইতে। রংপুরের গাইবান্ধার মেয়ে সোনিয়া বলেন, এখন থেকে দেশেই থাকবো। আবার নিজেকে অভিনয়ে ব্যস্ত রাখার চেষ্টা করবো। সেক্ষেত্রে সবার সহযোগিতা চাই, চাই সবার দোয়াও।