খেলাধুলা ডেস্ক: সাও পাওলোর ধর্মঘট দু’দিনের জন্য স্থগিত হলেও সাও পাওলোকে ঘিরে দুর্নাম কমছে না। এত বড় একটি উৎসবকে ঘিরে হোটেলে হোটেলে যৌনকর্মীদের একটা বাড়বাড়ন্ত ব্রাজিলের মতো একটি দেশে ঘটতেই পারে। অনেক রক্ষণশীল
দেশও তো এই সমস্যা থেকে মুক্ত নয়। কিন্তু এবারের বিশ্বকাপকে ঘিরে শিশুদের পতিতাবৃত্তি সাও পাওলোসহ গোটা ব্রাজিলে মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। বিশ্বকাপের মতো একটি মহিমান্বিত লগ্নে এই মহামারীর খবরের কারণে ব্রাজিল আন্তর্জাতিক গণমাধ্যমে বড় শিরোনাম হচ্ছে। সম্প্রতি এই অভাবনীয় নতুন মহামারীর গভীরতা ও ব্যাপকতা আর কোনভাবেই লুকোছাপার বিষয় থাকে না, যখন ব্রাজিলীয় সংসদীয় কমিশন বিষয়টি তদন্ত করতে নামে।
অর্থনৈতিক উন্নয়ন যে একটি জাতির নৈতিক উন্নতির নিশ্চয়তা দেয় না তার জ্বলন্ত প্রমাণ হলো ফুটবলের চিরকালীন ফেভারিট দেশ ব্রাজিল। বিশেষ করে সাও পাওলো এমন একটি শহর যার কর্তৃপক্ষের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশ দ্বিপক্ষীয় চুক্তি করে। সাও পাওলোর জিডিপি কেবল ব্রাজিল নয়, সমগ্র দক্ষিণ আমেরিকার সব দেশ থেকে বেশি।
খেলার দিনে কিসে চড়ে দর্শকরা স্টেডিয়ামে যাবে সেই দুশ্চিন্তা মিটেছে। কিন্তু বিশ্বকাপে এবারের বড় হুঁশিয়ারি হচ্ছে ১১ থেকে ১৮ বছর বয়সী মেয়েরা সাও পাওলোর রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। তারা বিদেশী পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করতে চাইছে। ব্রাজিলের ‘বিফোর ইট ইজ নিউজ’ শীর্ষক মিডিয়া বলেছে, ব্রাজিল একটি নতুন মহামারীর মুখোমুখি হয়েছে। আর সেটা হলো শিশু যৌনকর্মী। তাই এই প্রথমবারের মতো সাও পাওলোর একটি সংসদীয় কমিশন উদ্বেগ প্রকাশ করে বলেছে করিনথিয়ান্স স্টেডিয়ামের, যেখানে কাল প্রথম খেলাটি হবে, তার আশপাশে শিশু যৌনকর্মীদের যে ছড়াছড়ি দেখা যাচ্ছে তা অভূতপূর্ব। ১৩ বছর বয়সী এক কিশোরী সংসদীয় তদন্ত দলকে বলেছে, নির্মাণাধীন ওই স্টেডিয়ামের একজন শ্রমিকের দ্বারা তিনি নিগৃহীত হয়েছেন। লন্ডনের দ্য টাইমস পত্রিকায় খবর বেরিয়েছে ওই নির্মাণ শ্রমিক তাদের বাসায় গিয়েছিল। ‘যখন আমাকে সে বের করে নিচ্ছিল তখন আমার বাবা তেমন বাধা দেয়নি। আমার মনে হয়েছিল, তিনি এতে স্বস্তি পেয়েছেন। কারণ, খাবার যোগানো থেকে একটি মুখ তো রক্ষা পেলো।’
ম্যাট রোপার একজন বৃটিশ সাংবাদিক। তিনি ব্রাজিলের প্রধান মহাসড়ক বিআর ১১৬-এর এক স্থানে একটি চ্যারিটি স্থাপন করেছেন। যে সব কিশোরী সাহায্যের আশায় হাত বাড়াচ্ছে, তিনি তাদের পাশে দাঁড়াতে চাইছেন। ওই সাংবাদিক জানিয়েছেন অনেক কিশোরী পাচার হয়ে যাচ্ছে। আর এদের অনেককেই যৌন ব্যবসার কাজে বিক্রি করে দিচ্ছে তাদের আত্মীয়-স্বজনরাই। দ্য টাইমসকে তিনি বলেছেন, মা কিংবা পরিবারের সদস্য কোন বাছবিচার নেই। রাস্তার পাশের পতিতালয়ে তাদের মেয়েকে নিয়ে আসতে তাদের মধ্যে কোন দ্বিধা নেই। তাদের ভাবটা যেন, তারা কোন বৈধ পণ্য সামগ্রী বেচতে এসেছেন। সরকার এসবের বিরুদ্ধে সরকারি একজন মুখপাত্র বলেছেন, ব্রাজিলে যে সব পর্যটক আসছেন, তারা জানবেন যে, শিশু যৌনকর্মীদের সংশ্রব একটি অপরাধ। কারণ তারা এটা বিমানবন্দর, বাস, রেল, হোটেল এমনকি উড়োজাহাজের মধ্যেও এ বিষয়ে পোস্টার দেখতে পাবেন।
গত ৯ই জুন ব্রাজিলের যৌন ব্যবসা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বৃটেনের ইন্ডিপেন্ডেন্ট। পত্রিকাটি লিখেছে দেশটির ১০ লাখ যৌনকর্মী বিশ্বকাপের প্রস্তুতি কিভাবে নিচ্ছে? তারা এজন্য ইংরেজি শিখেছে এবং সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে এবারে তারা ক্রেডিট কার্ড ব্যবহারের সুযোগ দেবে। ১৯৫০ সালে ইংল্যান্ড টিম আমেরিকার জাতীয় দলের কাছে চরমভাবে পরাস্ত হয়েছিল বেলো হরাজন্তেয়। এর শহরতলিতে ২৩টি পতিতাপল্লী রয়েছে। স্থানীয়ভাবে একে বলা হয় জোনাস। এই শহরে অবস্থিত মিনারো স্টেডিয়ামে ৬টি ম্যাচ হবে। এর মধ্যে একটি সেমিফাইনালও আছে। এই শহরেই রয়েছে যৌনকর্মীদের আনুষ্ঠানিক সমিতি। এর ডেস্কে ইন্ডিপেন্ডেন্টের সাংবাদিক ইয়ান ম্যাকেন্না দেখতে পান প্রায় ৫০ জন নারী ডেস্কে কাজ করছেন। তাদের সঙ্গে কথা বলতেই তারা তাকে অকপটে বললেন, ‘এবারের বিশ্বকাপে নগরীর যৌনকর্মীরা অতিরিক্ত উপার্জন করবে। এর মধ্যে চুটিয়ে ব্যবসা করবে নাইট ক্লাবগুলো।’ ভেতরে গিয়ে দেখলাম উত্তেজক আলোকচিত্রের ছড়াছড়ি। শরীরের বিভিন্ন অঙ্গের বিবরণ সংবলিত চার্ট। সেখানে কার কি শারীরিক অসুস্থতা তারও বিবরণ আছে। চিকিৎসকদের টেলিফোন নাম্বারও সেখানে দেয়া। মনস্তাত্ত্বিক ক্লাসের দিনক্ষণও সেখানে লেখা আছে।
একজন তার জীবনের গল্প বললেন, অতিপরিচিত গল্প। একদিন গর্ভবতী হলেন, এবং যেখানে তিনি কাজ করতেন সেটি বন্ধ হয়ে গেল। কাজ নিলেন পরিচ্ছন্নতার। যে পরিবারে তিনি কাজ করতেন তারা তাকে চাপ দিলো। বললো, তোমার সন্তান নষ্ট করতে পারবে না, আমরা দত্তক নেবো। কিন্তু তার মনে হলো চাকরি আর বাচ্চা দু’টোর একটি তাকে ছাড়তে হবে। কিন্তু কোনটাই করতে না পেরে তার জীবনে নেমে এলো অভাব অনটন। তারপর একদিন আমার বাচ্চাকে ঘুমন্ত রেখে দেহ ব্যবসায় নাম লেখান তিনি। এখন মাঝে মধ্যে তিনি ইউনিয়নের সদস্যদের সহায়তা করেন। খুব সকালে আসেন, অজস্র কনডম সংগ্রহ করেন। এখানে সদস্য পদ নিতে মাসিক চাঁদা মাত্র আড়াই পাউন্ড। এর মধ্যে ৩০-এর বয়সসীমায় থাকা দুই বোনের সঙ্গে দেখা। প্রথমে তারা রাজি হয়নি কথা বলতে। পরে তারা কিভাবে এই পেশায় এলো তার বিবরণ দিলো। ‘সেই থেকে আমরা শুরু করলাম, আমরা যা খেতে চাই তা-ই পাই। যে পোশাক কিনতে চাই সেটাই পারি। আর সে কারণেই আমরা এ পেশায় রয়েছি। তাদের কথায় কেন নিজেদের খারাপ ভাববো? আমরা এখানে এ কারণে নই যে, আমরা এটা পছন্দ করি। কিন্তু এটা পেশা। এবং সত্যি বলতে কি যৌনতা আনন্দদায়ক, এতেও সততা আছে। সুতরাং মানুষ যদি আমাদের খারাপ ভাবে তা হলে তা কেয়ার করি না।’
‘সম্ভবত এটাই নিষ্ঠুর সত্য যে, একটি কক্ষের জন্য একদিনের ভাড়া হিসাবে আমাদেরকে ৩৫ পাউন্ড দিতে হয়। মালিক এর বেশির ভাগ অর্থ নেয়। সে কারণে অনেক তরুণী একটি এপার্টমেন্ট ভাড়া নেয়, যাতে তারা বেশি টাকা জমাতে পারে। অবশ্য সেটা আমাদের জন্য অনেক বেশি ভয়ঙ্কর। তাই আমরা ভাড়াটা মেটাতেই পছন্দ করি।’
এক কিশোরী জানায়, যদিও এটা বিরল তবু মাঝে মধ্যে আমরা ধর্ষণের শিকার হই। আরেক নারী জানালেন, এখানে খুনখারাবির ঘটনাও ঘটে। গত বছর একটি খুন হয়েছে। আরেকজনকে বিছানায় ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। তাকে বিছানা থেকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে। সেটা করেছিল তার বয়ফ্রেন্ড। অনেক মাদক ব্যবসায়ীর হাতে তাদের প্রাণ যায়।
অনেকেই অবাক হতে পারেন যে, কেন মহিলারা এতটা ঝুঁকি নেন। কিন্তু প্রায় ২০০ মিলিয়ন মানুষের এই দেশে প্রয়োজনটাই বড় হয়ে ওঠে। নিরক্ষরতার গড় হার ১০ ভাগ। অপুষ্টির শিকার ১৩ লাখের কম নয়, গত বছর সারা ব্রাজিলে ৪২ হাজার ৭৮৫ জন নিহত হয়েছে। দেশটিতে ১ লাখ ৬৮ হাজার চিকিৎসকের ঘাটতি রয়েছে। ২০০০ সালে পতিতা বৃত্তিকে আইনগত বৈধতা দেয়া হয়। ওই সময় বলা হয়েছি ১০ লাখ যৌনকর্মী রয়েছে দেশে। যদিও দেহ ব্যবসা ব্যাপকভিত্তিক তদুপরি ওই প্রাক্কলনকে অতিরিক্ত মনে করা হয়।
পরিস্থিতি ব্রাজিলে এমন পর্যায়ে গিয়েছে যে, সরকারের নিজস্ব কর্মসংস্থানের ওয়েবসাইটে এ পেশা গ্রহণে আগ্রহীদের প্রতি টিপস দেয়া হয়েছিল। এমনকি রীতিমতো উৎসাহ দেয়া হয়েছিল। কিন্তু পরবর্তী কালে রক্ষণশীল এবং ধর্মীয় গোষ্ঠীগুলোর কাছ থেকে যথেষ্ট চাপ আসার পরে সরকার সুর পাল্টে ফেলে। ব্রাজিলের নারী সদস্যদের নিয়ে গঠিত শীর্ষ স্থানীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন সরকারের সঙ্গে বিতর্কে যোগ দিয়েছিল। সংগঠনটি বলেছে, এখন যেটা আমাদের দরকার রাজনীতির জন্য লড়াই করা। যাতে এই অবস্থা থেকে নারীরা মুক্তি লাভ করে। এ থেকে বেরুনো দরকার। কারণ এটা মৌলিকভাবে বঞ্চনা ছাড়া কিছু নয়। একই সম্মেলনে একজন সাবেক যৌনকর্মী প্যারা সেরন বলেন, অবশ্যই আমি এই পেশার বিরুদ্ধে। গত বছর সিডা ভিয়েরা যিনি তার বয়সের ৩০ পেরোবার পরেই যৌন ব্যবসা সমিতির চেয়ারপারসন ছিলেন তিনি গত বছর আন্তর্জাতিক গণমাধ্যমে হৈচৈ ফেলে দিয়েছিলেন। কারণ, তিনি সংবাদ সম্মেলনে ঘোষণা দিয়েছিলেন, বিশ্বকাপ চলাকালে বেলো হরিজন্তের যৌনকর্মীরা ক্রেডিট কার্ডে অর্থ গ্রহণ করবে। ভিয়েরা ইন্ডিপেন্ডেন্টের সাংবাদিককে বলেন, তার একটি কন্যা সন্তান রয়েছে। তাকে প্রশ্ন করা হয়, তার মেয়েটি যদি যৌন ব্যবসায় নাম লেখায় তাহলে তার অনুভূতি কি হবে- সেই প্রশ্নের জবাবে তিনি বললেন, ‘আমি খুবই খুশি হবো। কিন্তু আমার মেয়ে বলেছে, সে একজন ব্যবসায়ী হবে। এটা মেয়ের পছন্দ, আর সে দেহ ব্যবসায় আসুক সেটা আমার চাওয়া। তার কথায় এটা একটা মহৎ জীবন।’
বিশ্বকাপ উপলক্ষে ৩৭ লাখ বিদেশী পর্যটক ব্রাজিল সফরে আসবে বলে আশা করা হয়েছে। ফোর্তালেজা এলাকার একজন প্রসিকিউটর বললেন, বিদেশী পর্যটকরা যারা খেলা দেখতে আসছেন, তারা অপ্রাপ্তবয়স্ক যৌনকর্মীদের অধিকতর পছন্দ করছেন। হোটেলের দালালরা সরাসরি তাদের কাছে এই শিশু যৌনকর্মীদের পৌঁছে দিচ্ছে।
কংগোনহোস বিমানবন্দরের কাছে একটি সাইনবোর্ড চোখে পড়ে। সেখানে এই কাজে লিমোজিন সার্ভিস এবং ইংরেজি ভাষী এজেন্ট সরবরাহের বিজ্ঞাপন রয়েছে। সাও পাওলোতে স্থানীয় সংবাদ মাধ্যম খবর দিয়েছে দুই সপ্তাহের জন্য একজন জার্মান ব্যবসায়ীর সঙ্গে যৌনতা সংক্রান্ত দোভাষীর কাজ করে তিনি ৫০০০ ডলার আয় করবেন।মানবজমিন