এবার তার প্রেমিকা রুশ সুন্দরী সুপার মডেল ইরিনা শায়েক নগ্ন হয়ে ফের ঝড় তুলেছেন হলিউড পাড়ায়।
সম্প্রতি তিনি ফ্যাশন দুনিয়া থেকে হলিউডে পা রাখতে চলেছেন। আর প্রথম ছবিতে বাজিমাত করতে নগ্নতাকেই বেছে নিয়েছেন ইরিনা।
সমালোচকরা অবশ্য বলছেন, ক্যামেরার সামনে পোশাক খুলে দাঁড়ানো তাদের কাছে এখন ডালভাতের মতো।
ইরিনার নগ্নতা দেখতে নাকি এরইমধ্যে ইউটিউবে লাইন দিয়েছেন দর্শকরা। হাজার হোক, তারকা ফুটবলার রোনাল্ডোর প্রেমিকা বলে কথা।
জানা গেছে, ‘হারকিউলিস: দ্য থ্রেসিয়ান ওয়ার’ নামের ছবিতে হারকিউলিসের স্ত্রীর চরিত্রে দেখা যাবে ইরিনাকে। ছবিতে নাকি তিনি বেশকিছু যৌনদৃশ্যেও অভিনয় করবেন।