ঢাকা : হাইকোর্ট থেকে জামিন পাওয়া ব্লগার রাজিব হত্যার আসামি সাদমান ইয়াসির মাহমুদের জামিন স্থগিত করে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন চেম্বার বিচারপতি।
বুধবার সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী দুই সপ্তাহের মধ্যে তাকে আত্মসমর্পণের নির্দেশ দেন।
একইসঙ্গে বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে স্থানান্তর করা হয়েছে।
সম্প্রতি বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের হাইকোর্ট বেঞ্চ ওই আসামির ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন।
আদালতে সাদমানের পক্ষে শুনানি করেন এডভোকেট খন্দকার মাহবুব হোসেন ও বিএম ইলিয়াস কচি।
তিনি জানান, ১ জুন হাইকোর্ট সাদমানের জামিন মঞ্জুর করেন। জবানবন্দিতে সাদমান অন্যদের জড়িয়ে বক্তব্য দিয়েছে। জবানবন্দিতে সে জড়িত নয় বলেও দাবি করা হয়।
গত বছরের ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যার পর মিরপুরের পলাশনগর এলাকায় নিজ বাসার সামনে খুন হয়েছিলেন ব্লগার রাজীব হায়দার। দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করে। ওই দিন শাহবাগের গণজাগরণ মঞ্চ থেকে বাসায় ফেরার পথে এ হত্যাকাণ্ড ঘটেছিল।
এ ঘটনায় চলতি বছরের ২৮ জানুয়ারি ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে মামলার অভিযোগপত্র জমা দেওয়া হয়। যাদের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে সাদমান।