আন্তর্জাতিক ডেস্ক: করাচি জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার দায়ে পাকিস্তান ভিক্তিক নিষিদ্ধ ঘোষিত জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই তালেবানের (টিটিপি) বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। বুধবার বিমানবন্দর থানায় সন্ত্রাসবাদ-বিরোধী আইনের আওতায় এই মামলা রেজিস্টার করা হয়।
মামলায় আসামি হিসেবে টিটিপি’র মুখপাত্র শহিদুল্লাহ শহিদসহ শীর্ষ জঙ্গি নেতাদের নাম রয়েছে।
এদিকে, মঙ্গলবার নিরাপত্তা বৈঠকে সামরিক বাহিনীকে তালেবানদের বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। তবে তিনি টিটিপির সঙ্গে শান্তি আলোচনার বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি। সূত্র: দি ডন