স্বাস্থ্য ডেস্ক: যত তাড়াতাড়ি সম্ভব পোড়া জায়গা কলের পানিতে ঠান্ডা করতে হবে। পোড়াস্থান কল থেকে পড়ন্ত পানির নিচে ১৫ থেকে ২০ মিনিট রাখতে হবে। এর ফলে ব্যথা বা জ্বালাপোড়া কমে, পোড়াস্থান বিস্তৃত হতে পারে না, ঘা শুকাতে সহজ হয় এবং পোড়া জায়গায় আর ‘সংকোচন’ তৈরি হয় না। পোড়াস্থান যদি মুখে, বুকে বা পিঠে হয়, তবে শাওয়ার ছেড়ে পানিতে ভেজাতে হবে। এভাবে যদি ব্যথা না কমে তবে পোড়াস্থান পানিতে ডুবিয়ে রাখতে হবে অথবা জলপট্টি দিতে হবে।
পোড়া জায়গায় সরাসরি বরফ লাগানো যায় না। তবে পোড়া কম হলে বরফশীতল পানিতে কাপড় ডুবিয়ে পোড়া স্থানে লাগাতে হবে। ফোস্কা পড়লে তা ফুটো করা যাবে না। পোড়া ঘায়ে ফ্রেশ এলোভেরা জেল ঘষলে ভালো উপকার হয়।