• শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৩:৫০ অপরাহ্ন |

নারীকে হত্যার পর ভক্ষণ

image_95573_0সিসিনিউজ: যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে এক নারীকে হত্যা করে তার ভক্ষণ ও মৃতদেহের অবমাননার অভিযোগে গ্রেগোরি স্কট হল নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গত সোমবার ওই নারীর দেহকে ফেলে আসার সময় তিনি ধরা পড়েন।
অভিযুক্ত স্কট পুলিশের কাছে এ বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তিনি জানিয়েছেন, লিসা হায়দার নামের ওই নারীকে হত্যার পর তার শরীর থেকে মাথা, হাত ও পা আলাদা করে ফেলেন। এছাড়াও ওই নারীর শরীরের বেশ কিছু অংশ সে খেয়ে ফেলে।
টেনেসি অঙ্গরাজ্যের শেরিফের দপ্তর থেকে জানানো হয়, প্রাথমিক তদন্তে প্রাপ্ত আলামত থেকে মনে হচ্ছে লিসার সঙ্গে স্কটের পরিচয় ছিল না। ঘটনার দিন শুক্রবার তাদের প্রথম সাক্ষাৎ হয়।
এদিকে প্রতিবেশীরা জানিয়েছে স্কট অসুস্থ। তবে এক প্রতিবেশী দাবি করেছেন, স্কট অপদেবতার পূজা করেন। তাহলে প্রশ্ন উঠছে, স্কট কি অপদেবতাকে সন্তুষ্ট করতেই ওই নারীকে হত্যা করেছেন?


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ