• শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৬:৫৪ অপরাহ্ন |

আট ভবনে পুরোদেশ!

Buildingসিসিনিউজ: আট ভবনে পুরো বাংলাদেশ! এ কথা শুনে অনেকেই অবাক হবেন। প্রশ্ন জাগতে পারে, এটাও কি সম্ভব?

রাজধানীর মতিঝিলের কোল ঘেঁষে দক্ষিণ কমলাপুরে গেলে চোখে পড়বে এমনই এক চিত্র। এলাকাটিতে এমন আটটি ভবনের খোঁজ পাওয়া গেছে, যেখানে দেশের সব কটি জেলার মানুষ বসবাস করেন। এমন কোনো জেলা নেই, যে জেলার বাসিন্দা এখানে খুঁজে পাওয়া যাবে না।

সরদার কলোনি নামে পরিচিত এসব ভবনের মালিক একই পরিবারের আট ভাই হলেও তারা সেখানে থাকেন না। তবে সার্বিক দেখভালের জন্য তারা নিয়োগ দিয়েছেন পৃথক পৃথক কেয়ারটেকার। কলোনিতে সর্বোচ্চ ভবন আট তলা এবং সর্বনিম্ন ভবন দুই তলা। মজার বিষয় হচ্ছে, কোনো পরিবারকে এখানে ভাড়া দেওয়া হয় না। বলা যায়, এই ভবনের সব বাসিন্দাই ব্যাচেলর। ভবনের প্রতিটি কক্ষে থাকেন তিন থেকে চারজন করে মানুষ। এর মধ্যে ব্যাংকার, পুলিশ, ইনস্যুরেন্স কোম্পানির কর্মকর্তা, ছাত্র, ব্যবসায়ী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার নানান বয়সের মানুষের খোঁজ মিলবে। যারা দেশের ৬৪টি জেলা থেকে এসেছেন।

কলোনিতে বসবাসকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এখানে এমন অনেক ভাড়াটিয়াই আছেন যারা ১৫ থেকে ২০ বছর ধরে থাকছেন। তাদের একই কথা, এখানে সুযোগ-সুবিধা ভালো। এ ছাড়া, রাজধানীর প্রাণকেন্দ্রের ঠিক পাশেই এটি অবস্থিত। এতে তারা খুব সহজে এবং অল্প সময়ের মধ্যেই কর্মস্থলে যেতে পারেন।

কথা হয় এখানকার একটি ভবনের কেয়ারটেকার মো. আব্বাস পাটোয়ারীর সঙ্গে। তিনি বলেন, ‘৩০ বছর ধরে এখানে আমি কাজ করছি। এই ভবনগুলোতে প্রায় ৩ হাজার লোক বসবাস করেন। অল্প খরচে এখানে থাকার পরিবেশও খুব ভালো।’

তিনি বলেন, এখানে এতসংখ্যক লোক বসবাস করলেও এ পর্যন্ত কোনো ধরনের অভিযোগ পাওয়া যায়নি। কারণ, এখানে সব ধরনের সুযোগ-সুবিধা রয়েছে। কোনো কিছুরই কোনো কমতি নেই।

এখানে বসবাসরত দিনাজপুরের জাফরুল হক বলেন, ‘আমি একটি বেসরকারি ব্যাংকে কাজ করছি। পাশাপাশি হোমিওপ্যাথি চিকিৎসাসেবায় নিয়োজিত। আমার ফার্মেসি এবং কর্মস্থল খুব কাছাকাছি হওয়ায় এখানে প্রায় ২০ বছর ধরে বসবাস করছি।’

বিমা পেশায় নিয়োজিত শরীয়তপুরের বিল্লাল হোসেন বলেন, ‘১৯৮৩ সালে রাজধানী ঢাকায় আসার পর থেকে আমি এখানে বসবাস করছি। আশ্চর্যের বিষয় হচ্ছে, আজ পর্যন্ত এখানে কোনো চুরির ঘটনা ঘটেনি।’

তার সঙ্গে পরিবারের সদস্যরা না থাকলেও খাওয়া দাওয়ার তেমন কোনো সমস্যা হয় না উল্লেখ করে তিনি বলেন, এখানে প্রতি তিনটি রুমের জন্য একজন করে বুয়া আছে, যিনি রান্নার কাজটি করে থাকেন।

ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সে চাকরি করেন কুমিল্লার চৌদ্দগ্রামের ইমরান হোসেন। তিনি বলেন, ‘এখানে ১৫ বছর যাবৎ বাস করছি। আবাসিক ফ্ল্যাটে ব্যাচেলর ভাড়া দিতে চায় না বলেই এখানে থাকা। তবে এখানে অনেক সুযোগ-সুবিধা রয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে রাত ২টার পরও বাসায় ফেরার সুবিধা।’

সিরাজগঞ্জের মো. সোহেল বাংলাদেশ কমার্স ব্যাংকে চাকরি করেন। তিনি জানান, চার বছর যাবৎ এখানে আছি। আমার পরিবারের সবাই গ্রামে থাকেন।

বরিশালের মোজাম্মেল হক বলেন, ‘আমি মতিঝিলের সোনালী ব্যাংকে চাকরি করি। প্রায় দুই দশক ধরে আমি এই কলোনির বাসিন্দা হলেও এখন সঙ্গে যোগ হয়েছে আমার দুই পুত্র। এখানে থেকেই তারা লেখাপড়া করছে।’

এমন অনেকেই এখানে বসবাস করেন যাদের পরিবার থাকে গ্রামের বাড়িতে। মানুষগুলো একে অপরের সঙ্গে মিলে মিশে থাকায় হাসি আনন্দে তাদের দিন কেটে যায় বলে জানান এখানকার বাসিন্দারা।

রাইজিংবিডি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ