• শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৭:৩৪ অপরাহ্ন |

বলিউড কন্যাদের বক্সিং শেখার ধুম!

80823_1বিনোদন ডেস্ক: আগে খুব একটা দেখা না গেলেও বলিউড তারকাদের এখন যেন বক্সার চরিত্রে কাজ করার হিড়িক পড়েছে। সম্প্রতি সব অভিনেত্রীই এ চরিত্রের জন্য ঝাঁপিয়ে পড়েছেন।

ঐশ্বরিয়া রাই বচ্চন

২০০৩ সালে বলিউডে বক্সিং নিয়ে প্রথম ছবি নির্মাণ করা হয়। ঐশ্বরিয়া রাই বচ্চন অভিনীত এ ছবির নাম ‘কুচ না কাহো’। ছবির কাহিনী পুরোপুরি বক্সিংয়ের উপর না হলেও চরিত্রের প্রয়োজনে তখন ঐশ্বরিয়াকে বক্সারের দৃশ্যে অভিনয় করতে দেখা গিয়েছিল। ছবির পরিচালক রোহান। এতে ঐশ্বরিয়ার সহ-অভিনেতা ছিলেন অভিষেক বচ্চন।

সোনাক্ষী সিনহা

পুরোদমে বক্সার বনে গেছেন সোনাক্ষী সিনহা। ‘হলিডে: এ সোলজার ইজ নেভার অব ডিউটি’ ছবির জন্য তাকে বক্সিংও শিখতে হয়েছে। আর এই বক্সিং শেখার জন্য সোনাক্ষীকে অলিম্পিক পদকজয়ী বক্সার বিজেন্দ্র সিংয়ের শরণাপন্ন হতে হয়েছিল। তার কাছ থেকে পরামর্শ নিয়ে বক্সিংয়ের পোশাকে পুরোপুরি যুদ্ধংদেহী হিসেবে দেখা গেছে তাকে। ‘হলিডে: এ সোলজার ইজ নেভার অব ডিউটি’ মুক্তি পেয়েছে ৬ জুন। এটি পরিচালনা করেছেন এ আর মুরোগাদোস।

প্রিয়াঙ্কা চোপড়া

একেবারেই নিজেকে ভারতীয় বক্সিং কিংবদন্তি মেরি কমের মতো করে বক্সার হিসেবে সাজতে হয়েছে প্রিয়াঙ্কা চোপড়াকে। অলিম্পিক পদকজয়ী মেরি কমের চরিত্রে দেখা যাবে তাকে। ছবিতে বক্সারের দৃশ্যে অভিনয় করতে যেন বেগ পেতে না হয় সেজন্য বক্সিং আয়ত্তে আনতে ট্রেনিংও নিয়েছেন তিনি। সঞ্জয় লীলা বানসালির নতুন এই ছবিটির নাম ‘দান তানা’।

রানী মুখার্জি

সম্প্রতি বলিউডে নির্মিত হওয়া আরও একটি ছবিতে বক্সিংয়ের উপর কিছু দৃশ্য রয়েছে। আর এই দৃশ্যে অভিনয় করেছেন চোপড়া পরিবারের বধূ রানী মুখার্জি। পরিচালক আদিত্য চোপড়ার পরবর্তী ছবি ‘মারদানি’র কিছু দৃশ্যে রানীকে একজন বক্সারের ভুমিকায় দেখা যাবে। এটি ছাড়াও ছবিতে পুলিশ অফিসারের চরিত্রেও দেখা যাবে রানীকে। আর এই চরিত্রকে ফুটিয়ে তুলতেই রানীকে বক্সিং শেখার জন্য প্রশিক্ষণও নিতে হয়েছে। সবকিছু ঠিক থাকলে এই বছরের শেষের দিকে ছবিটি মুক্তি পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ