সিসিনিউজ: নীলফামারীর পল্লীতে মৌসুমী ফল আম ছেড়ার অপরাধে অবিজন (৩০) নামের এক গৃহবধুর নাক কামড়ে ছিড়ে নিয়েছে গাছ মালিক। এতে অতিরিক্ত রক্ত রণে সংকটাপন্ন অবস্থায় ওই গৃহবধুকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে দায়িত্বরত চিকিৎসক গৃহবধুকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ঘটনাটি ঘটেছে বুধবার বিকালে জেলা সদর উপজেলার সংগলশী ইউনিয়নের কাদিখোল হাফিজিয়া মাদরাসা পাড়া এলাকায়। এলাকাবাসীরা জানায়, ওই এলাকার শের আলীর আম গাছের আম কে বা কারা চুরি করে। খবর পেয়ে শের আলী আম গাছ সংলগ্ন একই এলাকার মোসলেমের বাড়িতে যায়। সেখানে মোসলেমের স্ত্রী অবিজনকে ডেকে আম চুরির অভিযোগ এনে অকথ্য ভাষায় গালাগাল করে। এ নিয়ে অবিজন মিথ্যে চুরির অভিযোগের বিরুদ্ধে প্রতিবাদ করে। এতে বাক-বিতন্ডার এক পর্যায়ে শের আলীর স্ত্রী রুবিয়া (৩০) অবিজনের নাক কামড়িয়ে ছিড়ে নেয়। পরে অবিজনের পরিবারের লোকজন এসে চিকিৎসার জন্য অতিরিক্ত রক্তরণ অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসে।